আমাদের কথা খুঁজে নিন

   

ছেলেটা, খুনকরতে এসে লজ্জায় পালিয়ে গেল!

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে। ছেলেটা আমার দূরসম্পর্কের ভাইপো হয়, সকালে বেরিয়ে ছিলাম নাস্তার পর একটা সিগারেট টানতে। ছেলেটা হন্তদন্ত হয়ে আমার কাছে ছুটে এসে বললে, আঙ্কেল দোয়া করবেন, লংমার্চে যাচ্ছি, শপত নিয়েছি নিদেন পক্ষে একটা ব্লগারের জীবন না নিয়ে বাড়ি ফিরবো না। আমি কিছুক্ষণ নীরব তার দিকে তাকিয়ে থাকার পর বললাম, বাবা ব্লগারের জীবন নেওয়ার জন্য কষ্টকরে এত দূরে যাবার দরকার কি, চায়লে আমাকেই খুন করতে পার, আমিওতো ব্লগ লেখি।ছেলেটা আমার কথা শুনে যেন আকাশ থেকে পড়লো, কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে বললে, ব্লগাররা না খুব খারাপ মানুষ আল্লাহ্ রসুল কে গালাগালি করে। আমি তাকে ব্লগ বিষয়টা বুঝিয়ে বললাম সে লজ্জায় মাথা নিচু করে আমার সামনে থেকে চলে গেল। সন্ধ্যায় আবারও দেখা হলো, জানতে চাইলাম, লংমার্চে গেল না কেন? লাজুক হাসি দিয়ে মাথা নিচু করে ছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।