আমাদের কথা খুঁজে নিন

   

ওবামাকে হত্যা করতে চেয়েছিলেন ওসামা!

জীবনের শেষ দিনগুলোতে যুক্তরাষ্ট্রের মাটিতে আরেকটি হামলা এবং দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যার পরিকল্পনা করেছিলেন আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেন। সিএনএনে প্রকাশিত একটি প্রতিবেদনের বরাত দিয়ে পিটিআই আজ শনিবার এ তথ্য জানিয়েছে। সিএনএনের জাতীয় নিরাপত্তা বিশ্লেষক পিটার বার্গান এক প্রতিবেদনে বলেন, পাকিস্তানের অ্যাবোটাবাদে লাদেনের আস্তানা থেকে উদ্ধার করা কম্পিউটার আলামত বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। সমর্থকদের উদ্দেশে লেখা গোপন চিঠিতে লাদেন যুক্তরাষ্ট্রে হামলার চেষ্টা অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছিলেন। প্রেসিডেন্ট বারাক ওবামা ও সিআইএয়ের প্রধান জেনারেল ডেভিড পেট্রাউসকে (আফগানিস্তানে ন্যাটো বাহিনীর তত্কালীন প্রধান) আততায়ী হামলায় হত্যা চেষ্টার নির্দেশনাও দিয়েছিলেন তিনি।

বিন লাদেন লিখেছেন, প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যা করা হলে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে হবে। তবে বাইডেন ওই দায়িত্ব পালনের জন্য ‘একেবারেই অপ্রস্তুত’ বলে মন্তব্য করেন তিনি। লাদেনের অ্যাবোটাবাদের আস্তানা থেকে কর্মকর্তারা যেসব নথিপত্র পেয়েছেন তা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পিটার বার্গান এ প্রতিবেদন লিখেছেন। ওই প্রতিবেদন অনুসারে, ২০১০ সালের অক্টোবরে লাদেন তাঁর ডেপুটিকে ৪৮ পৃষ্ঠার একটি গোপন চিঠি লিখেছিলেন। উদ্বিগ্ন ওসামা ওই চিঠিতে লিখেন, পাকিস্তানের ওয়াজিরিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকায় আল-কায়েদার দীর্ঘদিনের গোপন আস্তানার নিরাপত্তা এখন মার্কিন বাহিনীর ড্রোন হামলার কারণে অনেকটাই হুমকির মুখে।

বিন লাদেন তাঁর সমর্থকদের উপজাতি অধ্যুষিত ওই এলাকায় না যাওয়ারও পরামর্শ দেন। তিনি ওই এলাকা থেকে সমর্থকদের আফগানিস্তানের প্রত্যন্ত প্রদেশ গজনী, জাবুল ও বিশেষত কুনারে যাওয়ার পরামর্শ দেন। কুনার প্রদেশের উঁচু পাহাড়, ঘন বন মার্কিন সেনাদের নজর থেকে তাঁদের রক্ষা করবে মন্তব্য করেই এমন নির্দেশনা দেন তিনি। লাদেন তাঁর ছেলে হামজার (২০) নিরাপত্তা নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন ছিলেন। তাই তাঁকে ওয়াজিরিস্তান থেকে অন্যত্র সরে যেতে বলার জন্য ডেপুটিকে নির্দেশ দিয়েছিলেন লাদেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.