আমাদের কথা খুঁজে নিন

   

ওবামাকে ফোন দিলেন বিব্রত জুকারবার্গ

ইন্টারনেটে মার্কিন সরকারের নজরদারিতে ফেসবুককে কাজে লাগানোয় বিব্রত মার্ক জুকারবার্গ। তার দাবি ফেসবুককে অযথা ব্যবহার করছে মার্কিন সরকার। সরকারের এই পদক্ষেপে হতাশ হয়ে তিনি বারাক ওবামাকে ফোন করেছেন বলেও জানিয়েছে জাকারবার্গ।
 
সমপ্রতি জানা যায়, মার্কিন সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি ইন্টারনেটে নিরাপত্তা বাড়ানোর জন্য নকল ফেসবুক সার্ভার তৈরি করেছে। এতে ফেসবুক ব্যবহারকারীদের কাছে ভুল বার্তা যেতে পারে বলে অভিযোগ তার।
 
মার্ক জুকারবার্গ তার ব্লগে সরকারের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, তার কর্মীরা ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়ানোর জন্য দিনরাত পরিশ্রম করে চলেছেন, সেখানে এই ধরনের নকল সার্ভার মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে দিতে পারে। তার বক্তব্য , সরকার কি চাইছে সে ব্যাপারে আরও বেশি স্বচ্ছ হওয়া উচিত্, নয়ত মানুষের কাছে ভুল বার্তা পৌঁছবে।
 
ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির একটি রিপোর্ট জানা যায়, তারা গুগল, মাইক্রোসফট, ফেসবুকের মত ৯ টি টেকনোলজি কোম্পানিকে তাদের কাজে ব্যবহার করছে।
 
 
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.