আমাদের কথা খুঁজে নিন

   

গতকাল ইন্ডিয়ান বোলার অশ্বিনের প্রশ্নবিদ্ধ বোলিং আপনার চোখে পড়েছে কি??

মিথ্যার চেয়ে সত্য বলা কঠিন। এই কঠিন কাজটিই করে যাচ্ছি এবং যাবো ব্যাপারটা প্রথমে আমার চোখে পড়ে নি, আমি ভেবেছি ওর বোলিং স্টাইলটাই এরকম। পরে ভালো করে খেয়াল করে দেখলাম একি ওভারে সে ভিন্ন ভিন্ন স্টাইলে বোলিং করে। আজকে যারা নিউ ক্রিকেট এ ম্যাচটির রিপ্লাই দেখবেন তারা অশ্বিনের বোলিং খেয়াল করবেন। (অবশ্য ইন্ডিয়ান চ্যানেলগুলো তাদের লজ্জার ম্যাচগুলো পুর্নপ্রচার করতে চায়না) আমি বিষয়টি প্রথম খেয়াল করি অশ্বিনের ব্যক্তিগত ৫ম ওভারে নাসিরকে করা ৩য় বলে।

অন্যান্য সময় সে রানআপ নিয়ে বলটি হাত ঘুরিয়ে ডেলেভারী করে। কিন্তু ওই ওভারের ৩য় বলে সে বলটি ডেলেভারী করার সময় হাত মাজার কাছে এনে হাফ সেকেন্ডর মত হাত স্থির থেকে তারপর বলটা ছাড়ে। পরবর্তী ৩টা বলও সে একি রকমভাবে ডেলেভারী করে। তার ব্যক্তিগত ৬ষ্ঠ ওভারের ৪র্থ ও ৬ষ্ঠ বলটিও সে একইরকম ভাবে করে। তার অষ্টম ও নবম ওভার সম্পূর্ন স্বাভাবিকভাবেই করে সে।

ব্যক্তিগত ৭ম ওভারেও এরকম ২টি বল করেছিল। নিউ ক্রিকেট এ তার ৫ম ওভারের ৫ম বলটি একবার রিপ্লাই দেখায় যে কিভাবে সে বলটি ডেলেভারী করার আগমুহূর্তে কিছুক্ষনের জন্য স্থির হয়ে যায়। একি ধরনের বোলিং স্টাইল পাকিস্তানের মোহাম্মদ হাফিজেরও। কিন্তু সে ওভারের ৬টি বলই একি রকমে করে যার জন্য তার বোলিং নিয়ে এখনও প্রশ্ন উঠেনি। কিন্তু অশ্বিন একি ওভারে ২/১টি বল ওই বিতর্কিত স্টাইলে করে বাকি বলগুলো স্বাভাবিক ভাবেই করে।

আমি নিশ্চিত না এ ধরনের এ ধরনের বোলিং অবৈধ কিনা। তবে এতে ব্যাটসম্যান ধোকা খায়। কারন একি ওভারে সে ভিন্ন ভিন্ন স্টাইলে বোলিং করে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।