আমাদের কথা খুঁজে নিন

   

গতকাল রাতে

গেঞ্জাম ভাল্লাগেনা। গতকাল রাতে ভয়ানক স্বপ্ন দেখি চন্দ্রতারা গেছে ডুবে অমাবশ্যার অন্ধকারে দুটি শকুন একটি বাজপাখি একদৃষ্টিতে চেয়ে আছে নিষ্পলক চোখে ঘৃনা নেই একঝাঁক বুনো ঘোরলাগা বিষ্ময়ে পুরোনো দিনের আবছা সেই সন্ধ্যার বিষাদ উঁকি দিয়ে যায় মধ্যরাতে ভূতুড়ে লন্ঠন হাতে নিয়ে আবছা আলো আধো ছায়ায় অতৃপ্ত কন্ঠস্বর শোনা যায় হয়ত নৈশ প্রহরীর শ্লেষ্মাজড়ানো অট্টহাসি হারানো ডাকপিয়নের ইতস্তত ছুটেচলা কে কাকে ডেকে যায়? শ্যাওলা ধরা দেয়াল ঘেষে রাত্রির দীর্ঘ প্রহর শেষে হারানো আত্তারা প্রেতলোক খুঁজে পায় শেষরাত্রে এক ভয়ানক স্বপ্ন দেখি কালো রাত্রির অন্ধকারে ভয়াল নিশাচর ওড়ে রক্তাক্ত প্রান্তরে শবযাত্রা আঁকি চন্দ্রতারা গেছে ডুবে অমাবশ্যার অন্ধকারে দুটি শকুন একটি বাজপাখি  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।