আমাদের কথা খুঁজে নিন

   

হকার ও হেড লাইন

আমি আমার দেশকে ভালবাসি। দেশের জন্য কাজ করতে চাই। লিখতে চাই মানুষ ও মানবতার জন্য। ১২ বছর বয়সের কাসেম একজন হকার। রোজ সকালে সূর্য ওঠার আগেই ওকে ছুটতে হয় ষ্টেশনের দিকে।

আনিচ চাচার দোকান থেকে প্রতিদিনের নানা রকম তাজা খবরে ভরপুর পত্রিকা নিয়ে ষ্টেশনে কিংবা বাসে যাত্রীদের কাছে বিক্রি করে অভাব অনটনের সংসারে মাকে কিছুটা সাহায্য কারার দ্বায়ীত্ব এ বয়সেই ওর কাঁধে এসে পরেছে। বাবা ছিল রিক্সা চালক। একদিন রোড এক্সিডেন্টে পঙ্গ হলে মায়ের কাধে পরে পুরো সংসারের ভার। সেই সাথে কাসেমও এ বয়সে জীবনের প্রয়োজনে জীবিকার সন্ধানে নেমেছে। পত্রিকা বিক্রি করতে কাসেমের খুব মজা লাগে।

কত রকমের খবর থাকে পত্রিকায়। যদিও ও পড়তে পারেনা কিন্তু মানুষকে মনযোগ দিয়ে পড়তে দেখলে অনেক ভাল লাগে আর মনে মনে অনুভব করে পত্রিকা পড়ার মজা। যানজটের এই শহরে গাড়ীতে অনেক মানুষকে পত্রিকা হাতে অন্য জগতে চলে যেতে দেখে কাসেমেরও খুব পড়ার লোভ হয়। তখনই ছোট্ট হৃদয়ে জমতে থাকে স্কুলে যেতে না পারার কষ্ট। রোজ সকালে পত্রিকা আনার সময় কাসেম আনিচ চাচাকে বারবার জিজ্ঞেস করে বড় বড় অক্ষরে লেখা হেড লাইন গুলো জানতে চায়।

হেড লাইন বলে কাস্টমারের কাছে গেলে পত্রিকা বিক্রি বেশী হয়। কন্তু আনিচ চাচা বদ মেজাজী মানুষ। হেড লাইন জিজ্ঞেস করলেই গড়ম চোখে তাকায়। তখন কাসেম ভাবে ইস! আমি যদি পড়তে পারতাম। মাঝে মাঝে পাঠকদের কাছ থেকে জিজ্ঞেস করে দু একটি হেড লাইন জেনে নিতে গিয়েও অনেকের ঝাড়ি শুনতে হয় কাসেমকে।

প্রতিদিনের মত আজ ও কাসেম বাসের জনালা দিয়ে পত্রিকা বিক্রি করছে যাত্রীদের কাছে। এ বাসে পত্রিকা বিক্রি শেষ হলে ফুটপাতে দাড়িয়ে অন্য বাসের জন্য অপেক্ষা করছে কাসেম। হঠাৎ চোখ পরে ওর কাছ থেকে পত্রিকা কেনা বাসের ভেতর এক যাত্রীর দিকে। যাত্রী তার ৬-৭ বছরের ছ্ট্টো মেয়েকে পড়ম মমতায় কোলে নিয়ে পত্রিকা পড়াচ্ছে। নানা রকম ছবি দেখাচ্ছে আর বানান করে পত্রিকার পাতার শব্দ গুলো শিশু হৃদযে গেথেঁ দিচ্ছে পরম মততায়।

কাসেম দুর থেকে দেখে আর মনে মনে ভাবে এবাবে ওকে পড়ানোর জন্যও যদি কেউ মমতার হাত বাড়াত....!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.