আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাকার নয় হকার

লিখতে পারি না, তাই চুপচাপ থাকি সাংবাদিক : আপা, হ্যাকারদেরকে শায়েস্তা করার কোনো পরিকল্পনা কি সরকারের আছে? স্বরাষ্ট্রমন্ত্রী : হকাররা এই নগরীর সৌন্দর্য, হকাররা আমাদের ভোটার। তাদেরকে উচ্ছেদ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। সাংবাদিক : আপা, হকার নয়, হ্যাকার। হ্যাকার। স্বরাষ্ট্রমন্ত্রী : ( বিরক্তির সুরে ) দেখুন, ভাষা বিকৃতি বন্ধ করুন।

হকার বললে অসুবিধা কী? সব কিছুতে য ফলা লাগিয়ে দেয়ার এই বাংলিশ উচ্চারণ মোস্তাফা ফারুকি আর এফএম রেডিওরা চালু করেছে। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই ভাষা বিকৃতির বিরুদ্ধে রুল দিয়েছে। সরকার পদক্ষেপ নিবে। সাংবাদিক : আল্লাহর কসম আপা, আমি হকারের কথা বলছি না। হ্যাকারের কথা বলছি।

ঐ যে যারা কম্পিউটার দিয়ে দখল করে নেয়। স্বরাষ্ট্রমন্ত্রী : ( দ্বিধাগ্রস্ত কণ্ঠে ) ও হ্যা হ্যা। দখল-কম্পিউটার দিয়ে দখল। ষড়যন্ত্রকারীরা বলে আমাদের ছাত্রলীগ যুবলীগের ছেলেরা নাকি অস্ত্র নিয়ে দখলবাজি করে। কিন্তু ডিজিটাল বাংলাদেশে এখন কম্পিউটার দিয়ে দখল শুরু হয়েছে।

এর মাধ্যমে প্রমানিত হয়, এই ডিজিটাল বাংলাদেশে.. ( ডিসক্লেইমার: এটি নিছকই একটি কাল্পনিক ফান গল্প :p) কৃতজ্ঞতা ~ আরিফ জেবতিক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.