আমাদের কথা খুঁজে নিন

   

যাইতে যে কও, কই যামু?

সাপ-লুডু খেলছি বিধাতার সঙ্গে যাইতে যে কও কই যামু? আমারতো যাওনের অবশিষ্ট নাই আমার ঘর নাই, বাড়ি নাই বাড়িত যাওনের পথ নাই, ঘাট নাই আমার বেবাক বসতবাড়ি, ভিটা বন্ধক রাইখ্যা আমি ভালোবাসা কিনছিলাম আমার ক্ষেতভরা সোনালী ধান বেইচ্যা আমি একটুকু উষ্ঞতা কিনছিলাম এই মাঘের রাইতে আমারে কই যাইতে কও? আমার ঘরের খুটি, উঠোনের কৃষ্ণচূড়ার লাল আমার চুলোর আগুন, জন্ডিসে ধরা চোখের রক্ত বেইচ্যা আমি এক মুঠো রোদ্দুর কিনছিলাম এই খর গীষ্মে আমারে কই যাইেতে কও? আমার মেহগনিকাঠের মাছের নৌকা, নকশীকাথার রুপালী পাল আমার আমি দু'ফোটা আকাশের করুণাধারা কিনছিলাম। এই ভরা ভাদরে আমারে কই যাইতে কও?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.