আমাদের কথা খুঁজে নিন

   

সমুদ্র সীমা নিয়ে আন্তজাতিক আদালত যে রায় দিছে তাতে স্পষ্ট প্রমানিত হলো দক্ষিণ তালপট্টি দ্বীপ বাংলাদেশের এবং এত ফলে ২০০ নটিক্যাল মাইল নয় প্রায় ৩০০ নটিক্যাল মাইল পাবে বাংলাদেশ ।

স্বপ্ন আমার দেয়না ধরা :( তাই তো এতো অপেক্ষা সমুদ্র সীমা নিয়ে আন্তজাতিক আদালত যে রায় দিছে তাতে স্পষ্ট প্রমানিত হলো দক্ষিণ তালপট্টি দ্বীপ বাংলাদেশের এবং এত ফলে ২০০ নটিক্যাল মাইল নয় প্রায় ৩০০ নটিক্যাল মাইল পাবে বাংলাদেশ । আর এর ফলে বাংলাদেশের সমুদ্র সীমানা হবে প্রায় ১ লক্ষ ৭০ হাজার বর্গকিলোমিটার যদি তালপট্টি সমুদ্র পৃষ্ঠ থেকে ২-৩ ফুট উপরে থাকে তাহলেই সম্ভব । হ্যা আসেন তালপট্টি নিয়ে একটু আলোচনা করি দক্ষিণ তালপট্টি দ্বীপ এটি বাংলাদেশের রাখা নাম । আর ইন্ডিয়ার এই দ্বীপের নাম দিয়েছে নতুন মুর আইল্যান্ড, পূর্বাশা । বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিমে তালপট্টি দ্বীপের অবস্থান।

এই চিত্রে হাড়িয়াভাংগা নদীর মূল স্রোত দ্বীপের পশ্চিম দিকে প্রবাহিত হতে দেখা যাচ্ছে যা বাংলাদেশের সরকারের দাবি অনুযায়ী,অপরদিকে ভারত সরকার এই দাবি অগ্রাহ্য । ভূগোল অবস্থান বঙ্গোপসাগর স্থানাঙ্ক 21°37′00″N 89°08′30″E / 21.616667°N 89.14167°E / 21.616667; 89.14167স্থানাঙ্ক: 21°37′00″N 89°08′30″E / 21.616667°N 89.14167°E / 21.616667; 89.14167 আয়তন ৭ বর্গ কি.মি. (২.৭ বর্গ মাইল) to ১৪ বর্গ কি.মি. (৫.৪ বর্গ মাইল) দৈর্ঘ্য ৩.৫ কি.মি. (২.২ মাইল) প্রস্থ ৩ কি.মি. (১.৯ মাইল) ২০১০ সালে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞানী সুগতা হাজরা এক গবেষণায় দাবি করেন, বৈশ্বিক উষ্ণতার কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় দক্ষিণ তালপট্টি দ্বীপটি সমুদ্রগর্ভে পুরোপুরি তলিয়ে গেছে। এই খবরের কারণেই । মার্চ,২০১০ এ বিবিসির খবর প্রকাশ করে দ্বীপটি বর্তমানে ২ মিটার সমুদ্রতলে নিমজ্জিত। তবে আমার ধারণা এটা একটি পাতা ফাদ মাত্র ।

একটি ম্যাপ দিলাম দেখেন কোথায় আছে তালপট্টি হ্যা লাল কালী দিয়ে দেখানো হয়েছে দক্ষিন তালপট্টি । যদি সত্যি দ্বীপ হয়ে থাকে এবং সমুদ্রের পানির চেয়ে যদি ২ ফুট উপরে থাকে তাহলে এই দ্বীপ থেকে আরো ২০০ নটিক্যাল মাইল সমুদ্র সীমা বাংলাদেশ পাবে । তাই এখনই সরকারের উচিৎ এই বিষয়টি নিয়ে চিন্তা করার । আরো কিছু মূল্যবান তথ্য এই লিঙ্কে পাবেন Click This Link আমার ইচ্ছা ছিল দক্ষিন তালপট্টি দখন করে নিজেই একটি দেশ বানাই আর এই দেশের জাতির পিতা আমি হতাম । কিন্তু এটা এখন যুদ্ধের রনক্ষেত্র হয়ে গেছে ভারত বলে তাদের আর বাংলাদেশ বলে আমাদের তাই কেউ ওখনে গেলে যে শহীদ হয়ে যাবে এটা নিশ্চিত ভাই ভয় হয় ।

আমার সাথে যদি আর কেউ যেতে চান তাহলে আওয়াজ দেন ১৯৭৪ সালে একটি আমেরিকান স্যাটেলাইটে আড়াই হাজার বর্গমিটার আয়তনের এ দ্বীপটির অস্তিত্ব ধরা পড়ে। পরে রিমোট সেন্সিং সার্ভে চালিয়ে দেখা যায়, দ্বীপটির আয়তন ক্রমেই বাড়ছে এবং একপর্যায়ে এর আয়তন ১০ হাজার বর্গমিটারে দাঁড়ায়। শুরুতে সমুদ্রপৃষ্ঠ থেকে দুই মিটার উচ্চতায় ছিল দ্বীপটি। বাংলাদেশের সীমানায় সাগরের বুকে ভেসে ওঠার পর থেকে তালপট্টি দ্বীপের মালিকানা এ দেশের হাতে আসেনি। ভারত ১৯৮১ সালে সেখানে সামরিক বাহিনী পাঠিয়ে তাদের পতাকা ওড়ায়।

ভারতের যুক্তি, ১৯৮১ সালের আন্তর্জাতিক জরিপ অনুযায়ী দক্ষিণ তালপট্টির পূর্ব অংশটির অবস্থান তাদের দিকে । তবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপস্থাপন করা তথ্য-উপাত্তে দেখা গেছে, দ্বীপটির পশ্চিম দিকের সমুদ্র চ্যানেলের মূল প্রবাহটি পরিষ্কারভাবে প্রমাণ করে দ্বীপটির মালিকানা বাংলাদেশের। তিনি ভারতকে এসব তথ্য-উপাত্ত দিয়েছিলেন। তার পরেই এক সপ্তাহের মধ্যেই জিয়াউর রহমানকে হত্যা করা হয় আর অনেকেই দারণা করে দক্ষিন তাল পট্টির দাবী করার কারণেই ভারত জিয়াকে ষড়যন্ত করেই খুন করে । তাই দক্ষিন তালপট্টি দাবী করলে করতে হলে নিজেদের কে আরো শক্তি শালী করতে হবে ।

এর পর থেকে দ্বীপটির মালিকানার বিষয়টি নিষ্পত্তি করতে দুই দেশের মধ্যে অনেকবার আলোচনা হয়েছে। তবে কোনো সমাধান হয়নি। ভারতের কাছে দ্বীপটি 'নিউ মুর' বা 'পূর্বাশা দ্বীপ' হিসেবে পরিচিত। এবং ক্রমানুসারে তাল পট্টি পানির নিচে নিরমজ্জিত হতে থাকে আর এই কারণেই এখন তালপট্টির আয়তন খুবই ছোট হয়ে এসেছে । তবে বৈজ্ঞানিক পদ্ধতিতে এর আয়তন বারানো সম্ভব ।

আরেক তথ্য মনে বাংলাদেশ ইচ্ছে করলে দক্ষিন তালপট্টি থেকে বাংলাদেশের ভিতরে যেই বিশাল সমুদ্র আছে তায় কৃতিম কোন বাঁধা সৃষ্টি করলে এই স্থানটিতে চর পরবে এবং প্রায় ৪০ হাজার বর্গমাইল এলাকা নিয়ে বিশাল চত পরবে এবং বাংলাদেশের মূল ভুগন্ডেড় সাথে যুক্ত হবে তবে বিশাল অংকের টাকা খরচ হবে এবং প্রায় ২০ -৩০ বছর সময় লাগবে । এখনই বঙ্গোপসাগরে এমনেতেই অনেক বড় বড় চর জেগে উঠেছে । এই নিয়ে ফেব্রুয়ারির ২৩ তারিখে এন টিভিতে একটি নিউজ এসছিল এতে দেখা গেছে বঙ্গোপসাগরে প্রায় ৬০ কিঃমিঃ লম্বা একটি চর জেগে উঠেছে তাই বাংলাদেশের স্থল সীমানা বাড়াতে হলে দীর্ঘ পরিকল্পনার দরকার । অনেক রাত হয়ে গেলো এখানেই শেষ করি পোষ্ট হিট হলে বিস্তারিত আলোচনা নিয়ে আরো বড় পোষ্ট দিমু  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.