আমাদের কথা খুঁজে নিন

   

কনোকো ফিলিপস এর কারনে চীনের সমুদ্র এবং সমুদ্র সৈকত এর বিবর্ণ রং ধারন। বাংলাদেশের ভবিষ্যত কি?

চায়নায় পড়ার জন্য ০১৬৮৪৪৪৩০৮৬, ০০৮৬১৩৭১৯২৭৫০৪৬ www.xueonline.info কনোকো ফিলিফস সমুদ্র তলের তেল এর খনি থেকে তেল উত্তোলন করার সময় তেল পাইপ ছিদ্র হয়ে তেল নির্গত হচ্ছে, যার কারনে বোহাই সমুদ্র এবং সমুদ্র সৈকত দূষিত হচ্ছে। এরই মধ্যে চীনা সাগর ভালোভাবে দূষিত হয়েছে। চীনা সরকার এর জন্য কনোকে ফিলিফসকে নোটিশ দিয়েছে যে তেলের পাইপ এর ছিদ্র পথ বন্ধ করার জন্য পদক্ষেপ নিতে। কিন্তু কনোকো ফিলিফস পদক্ষেপ নিতে দেরী করেছে এবং ছিদ্র বন্ধ করতে পারেনি তারা, যার কারনে চীনা সরকার কনোকো ফিলিফসকে তাদের কার্যক্রম বন্ধ করার আদেশ দেয়। এই তেল এখন বোহাই সাগরে ভাসছে এবং সাগরের অনেক প্রাণী মারা যাচ্ছে।

ফুজিয়ান এ প্রচুর মাছ মারা গিয়েছে, চীংতাও এ সমুদ্র সৈকতের বালি কালো রং ধারন করেছে। পর্যটকরা সমুদ্র নামছে তেলের কারনে। পর্যটকও কমে যাচ্ছে। বিরাট আকারে পরিবেশ দূষিত হচ্ছে। এই কনোকো ফিলিফসের সাথে আমাদের বাংলাদেশের চুক্তি হয়েছে সমুদ্র থেকে তেল উত্তোলন করার জন্য।

যদিও এই চুক্তির ব্যাপারে আমাদের দেশের মানুষের আপত্তি আছে। চীনা সরকার যেখানে কনোকো ফিলিফসকে ভাগিয়ে দিচ্ছে সেখানে আমাদের দেশের সরকার তাদেরকে স্বাগত জানিয়ে আলিঙ্গন করছে। জেনে শুনে নিজের পায়ে নিজে কুড়াল মারছে। যদি সত্যিই কনোকো ফিলিফস এর সাথে আমাদের সরকারের চুক্তি হয় তবে হয়তোবা আমাদের ভবিষ্যত চীনা সাগরের মতো হবে। কিন্তু তখন ওদেরকে ন তাড়িয়ে সরকার ওদেরকে নীরবে চলে যেতে সহায়তা করবে আর না হয় অন্য কোনো যুক্তি দিয়ে বুঝিয়ে দিবে যে এটা কনোকো ফিলিফসের দোষ নয়।

চীনের বিভিন অনলাইন পত্রিকায় এই ব্যাপারে লেখা হচ্ছে । সংবাদপত্রের বিভিন্ন ছবি থেকে বুঝা যাচ্ছে কতটা ভয়াবহ রূপ নিয়েছে এই কনোকো ফিলিফসের অবহেলা। ছবি : চীংতাও এ সমুদ্র সৈকতের বালির কালো রং ধারন এবং পর্যটকের কমতির কারন: লিংক ১ লিংক২ এই বালি পরীক্ষার জন্য গবেষনাগারে পাঠানো হয়েছে। ফুজিয়ানের মাছ ধ্বংসের ভয়াবহ চিত্র: লিংক ৩ লিংক ৪ লিংক ৫ লিংক ৬ লিংক ৭ লিংক ৮ লিংক ৯ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.