আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামি ব্যাংকের শেয়ারের কাছে মাফ চেয়ে গেলাম, আর কোন্ দিন ব্যাংকে টাকা রাখবোনা

আমি একজন ধর্মপ্রাণ মুসলমান অদ্ভুত একটা বিষয় দেখে সবার সাথে শেয়ার করা জরুরি বলে মনে করছি। আমি গত ০৫ ডিসেম্বর ২০১০ যেদিন আমাদের শেয়ার বাজারের ইতিহাসের সবচেয়ে বেশি দাম ছিল সেই দিন আমি ইসলামি ব্যাংকের শেয়ার ৫৪ টাকা হারে ১০০০০ শেয়ার কিনেছিলাম ৫৪০০০০ টাকা দিয়ে। দাম কমতে কমতে সেই শেয়ার চলে আসল ৪৩০০০০ টাকায়। আশাহত হইনি এর পর মে মাসে বোনাস সহ শেয়ারের সংখ্যা দাড়াল ১৩৫০০ আর রেকর্ড ডে তে মূল্য ছিল ৬২১০০০ টাকা। এর পর অনের চড়াই উতারাই পেরিয়ে লাস্ট ধসের সময় ৪৬ টাকায় নেমে গেলেও আবার উপরে উঠে আজ ৫৪ টাকা হারে তার মূল্য ৭২৯০০০ অর্থাৎ এত মন্দার মধ্যেও ১৬ মাসে আমার লাভ ১৮৯০০০ টাকা ।

অনেকে পুজি হারিয়ে পথে বসেছেন আনেকে অনেক কষ্টে আছেন তাদের দেখে আমার খুব কষ্ট হয়। আল্লাহ আমাকে লেখা পড়া করার সুযোগ দিয়েছেন আমি মার্কেট নিয়ে অনেক পড়লাম শিখলাম কিন্তু ইসলামি ব্যাংকের কাছে আমার সব পড়ালেখা শেষ। বাংলাদেরশের পুজি বাজারে এমন একটা শেয়ারের খবর কি মানুষ জানেনা না কি আল্লাহ ভাল জানেন। আমি সবাইকে অনুরোধ করবো যারা আল্প লাভেই সন্তুষ্ট থাকতে চান এবং ঝুকি মুক্ত থাকতে চান তারা এই শেয়ার কেনেন আর সামনেই ডিক্লারেশ্ন। যারা গ্রাফ বুঝেন তাদের প্রতি অনুরোধ এত শক্তিশালি আর কোন শেয়ারের সন্ধান যদি কারও কাছে থাকে তাহলে আমাকে জানাবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.