আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামি মুল্যবোধ !!! এবং-১

মানবতার পক্ষে .................................

মুসলমান দেশগুলার অঘোষিত মুরুব্বি দেশ...বলেনতো কোনটা... এক কথায় আপ্নে উত্তর দিবেন সৌদি আরব... জ্বি মাম্মা ঠিক কইসেন... আমিও তাই কই !!! আসলে তারা নিজেদেরকে যত না মুরুব্বি বানাতে চায়, তার থেকেও আমারা তাদেরকে আরো বেশি মুরুব্বি বানাই দিচি। পবিত্র মক্কা আর মদীনা মনোয়ারার দখল সত্বে মালিক তারা। তাই আমরা তাগোরে মুরুব্বি বানাইচি। কিন্তু আমগো এই মুরুব্বি দেশের কাম কাজ দেখলে মাঝে মাঝে মুসলমানদের উপর, আমার ঘ্রিনা আসতে চায় । পরক্ষনে আবার চিন্তা করি ,কেয়ামতের লক্ষন(কথার কথা) হয়ত তাই তাদের এত অধহপতন।

তাদের কাজ কামের বা চালচলনের কথা বল্বো আস্তে আস্তে। তারা জনগনকে দিয়েচে সুখ!!! শান্তি!!! আনন্দ!!! তাদের ৮০ভাগ মানুষের হাতে থাকে তসবিহ...আমি জানি না এই তসবিহ দিয়ে তারা কি পাঠ করে, তবে আমার মনে হয় তসবির প্রতি দানার সাথে তারা পাঠ করে নারী, গাড়ি আর বাড়ি। মবরুক এবনে মোবারক, সে একজন শেখ মর্যাদাপ্রাপ্ত। কিন্তু, আপনারা শুনে আর্শ্চার্য হবেন, তার নিজের নামটা সে স্বাক্ষর করতে পারে না। আমার বাসা থেকে ৫০ মিটার দূরে তার আলিশান বাড়ি।

শিক্ষা দীক্ষা না থাকলেও তার আছে চার চারটা বিবি তবে সে মোট কয়টা বিয়ে করেচে তা আমি জানি না। আর সবচেয়ে ভয়ানক ব্যপার হলো, তার আছে ৫৭জন সন্তান। কিন্তু তার সবচেয়ে ছোট বিবির কোন সন্তান নেই। তার ছোট বিবি হলো সিরিয়ান। অল্প বয়সের মেয়েটাকে বিয়ে করার পরে সে কোন সন্তান নেয়নি ইচ্চাকিৃত ভাবে।

ঐ সিরিয়ান মেয়েটাকে সে বিয়ে করেচে শুধু যৌন আনন্দ নেয়ার জন্য। অকপটে স্বিকার করে সেই সিরিয়ান মেয়েটা বলে, সে নিজেও এতে আনন্দিত। বাচ্চাকাচ্চর ঝামেলা করতে হয় না। সেই মেয়েটার যখন বিয়ে হয় তখন তার বয়স ছিল ১১ থেকে কম। এবং বিয়ের পরে কেটে গেচে ৯টা বছর।

মেয়েটার আরো দুইবোনের বিয়ে হয়েচে সৌদি নাগরিকদের কাচে। তার দুই ভাই মা বাবা সবাই এখানে। তার ভাইদের ব্যাবসা আচে যেটা তার স্বামি মবরুকের নামে। ব্যাবসায়ে সুবিধা করতে এবং নিজের মালিককে খুশি রাখতে, মাত্র সাড়ে ১০বছরের বাচ্চা মেয়েকে বিয়ে দিয়েচে ষাটোর্ধ এক আধবুড়ার কাচে.........কি বিশ্বাস হচ্চে না তাই তো। কিন্তু মামারা এটা পুরা সত্যি কথা।

(আমি কিভাবে জানলাম এইসব পারিবারিক কথা, আপনার মনে প্রশ্ন আসতেচে তাই না... গত দুই বছর আগেও অই মেয়ের সাথে আমার মোবাইলে আলাফ হতো। এবং আমি তার ঘরে গিয়েচি অনেকবার। ) আরবের একটি অসম বাল্য বিয়ের চিত্র এটা হলো বাল্যবিবাহের উৎকৃ্ষট প্রমান...এটা আরবের মধ্যে কোন ব্যপার নয়। আরবের প্রতিটা দেশে এমন হয়ে থাকে। আর এই আরবকে নিয়েই আমরা গর্ব করি।

তাদের প্রতি আমদের বিশ্বাস, তারা কোন অপরাধ করতে পারে না। কারন তাদের থেকেই আমাদের ধর্ম শিক্ষা। এখানে ১০ বছরের মেয়ের সাথে ৬০ বছরের পুরুষের বিয়ে হয়, ঠিক তেমনি ৪৫ বছরের মহিলার সাথে ১৫ বছরের কিশোরের বিয়েও হয়। দেনা শোধ করতে না পেরে বুড়া বেটার সাথে ৮ বছরের কিশোরি বালিকাকে বিয়ে দেয়ার চেষ্টা করে এক ব্যক্তি। সেটা পরে জানাজানি হয়ে যায় সারা বিশ্বে।

এই ঘটনার নিন্দা করে প্রতিটা দেশ থেকে। যার কারনে বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোফ করতে চায় সৌদি সরকার। বিশ্ববাসিকে আর জবাব দিবার কোন রাস্তা নাই বলে। সম্প্রতি সৌদি পত্রপত্রিকায় এমন খবর বের হয়চে। সৌদি সরকার বলচে ১৮ বছরের নিচের কোন মেয়ের বিয়ে দেয়া যাবে না, কারন এত ছোট মেয়ে মা হলে দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারে না।

কিন্তু ক্যচাল লাগচে অন্নখানে... সৌদির বড় ইমামসহ মোল্লা গ্রুপ এটা মানতে চায় না...মানলেত আবার তাগো দুনিয়াবি হুরের মজা চইলা যাইবো... এইক্ষেত্রে মোল্লাগো বড় যুক্তি হইলো... তারা(মেয়েরা) প্রলোভনে পড়ে বিয়ার আগেই না আবার আকামে জড়াইয়া যায়...। বয়স বেশি হইলে তাদেরকে বিয়ে করতে চাইবে না পুরুষেরা, যার কারনে তারা চিরকুমারি থেকে যাইতে পারে... বিয়ার সময় মেয়ের বাপে যে টাকা পায়, মেয়ের বয়স বেশি হইলে অত টাকা নাও পাইতে পারে। (এই যুক্তিগুলা শুইনা আমি ৪৪০ভোল্টের শর্ট খাইলাম , আপনার কি অবস্থা) সৌদিতে মোল্লা গ্রুপ খুবই শক্তিশালি... এখন দেখা যাক সংষ্কার করার চেষ্টারত বাদশাহ আব্দুল্লা কি করেন... হয়তো মোল্লাগো কথা উপেক্ষা কইরা নতুন আইন করতেও পারেন... কারন শতউর্ধ বয়সি আব্দুল্লার দুনিয়াবি হুরের প্রয়োজন হয়তো মিটে গেচে... নাকি এখনও উনার দরকার হয়...আর উনার যদি দরকার হয় তাইলে কি এ আইন হবে ...। যা হোক এনাদের দেখেই আমাদের ইসলাম শিক্ষা, এবং ইনাদের বিরুদ্ধে কিচু বললে আমাদের ইসলামিমুল্যবোধে আঘাতও লাগে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.