আমাদের কথা খুঁজে নিন

   

সম্ভব অসম্ভবের দুনিয়া

অতি সাধারণ....প্রধানমন্ত্রী হলে দেশটারে সাজাইতাম আসুন শুনি হাফম্যানের কথা,সম্মান জানাই এই অদম্য ইচ্ছা শক্তির অধিকারী মানুষটিকে... পেং সুইলিন নামের লোকটির জন্ম চীনের হুনান প্রদেশে। ১৯৯৫ সালে একটি মালবাহী ট্রাক তার শরীরের উপর দিয়ে চলে গেলে তিনি তার শরীরের অর্ধেক অংশ পুরোপুরি হারিয়ে ফেলেন। কিন্তু হারাননি তার আশা। দুবছর ধরে ধারাবাহিকভাগে একের পর এক চলে তার অপারেশন। এর পর তিনি সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন।

এই ঘটনা বিস্মিত করে তার চিকিৎসক দেরও। যে হাসপাতা...লে তার চিকিৎসা চলে তার সার্জারি বিভাগের প্রধান জানান,''পেং সুইলিন আসলেই একজন বিস্ময়কর মানুষ,খুব সম্ভবত শরীরের এত বড় অংশ হারিয়ে পৃথিবীতে বেঁচে আছেন এমন মানুষ তিনি একজনই। তার বেঁচে থাকার অদম্য ইচ্ছাশক্তি আর সাহসের জন্যই এটা সম্ভব হয়েছে''। এই লোকটিই পরিচিত 'হাফম্যান নামে'। তিনি শরীরের অর্ধেকটা অংশ হারিয়ে ফেললেও হার মানেননি জীবনের সাথে।

কারো বোঝা হয়ে বেঁচে নেই তিনি। পরবর্তীতে নিজের একটি সুপার মার্কেট খুলেন তিনি। নাম দেন 'হাফ ম্যান-হাফ প্রাইস' স্টোর। সত্যিই অসাধারন!যুগে এমন হাফম্যানরাই আমাদের অনুপ্রেরণা দিয়ে যায়-অদম্য সাহস আর মনের জোর দিয়ে অজেয়কে জয় করতে। আসলে পরিস্থিতি যাই হোক না কেন আমাদের কখনোই হার মানা উচিত নয়,যদি 'হাফম্যান' পারেন তবে আমরা পারবো না কেন?See More  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.