আমাদের কথা খুঁজে নিন

   

একুশে, বাংলাভিশন ও ইসলামিক টিভি দেখা যাচ্ছে ন..

বেশ কয়েকটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন দেখতে পারছেন না দর্শকেরা। চ্যানেলগুলো হলো একুশে টেলিভিশন, ইসলামিক টেলিভিশন ও বাংলাভিশন। আজ সোমবার বিভিন্ন স্থান থেকে বহু মানুষ প্রথম আলো কার্যালয়ে ফোন করে এ তথ্য জানান। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পাঠক বলেন, আজ বিকেলে হঠাত্ করে ওই চ্যানেলগুলো বন্ধ হয়ে যায়। এতে চ্যানেলগুলোর কোনো অনুষ্ঠানই দেখতে পারছেন না দর্শকেরা।

এ ব্যাপারে ওই চ্যানেলগুলোর সঙ্গে যোগাযোগ করা হলেও দায়িত্বশীল কেউ কথা বলতে রাজি হননি। তবে এ ঘটনার সঙ্গে আজকের বিএনপির মহাসমাবেশের কোনো সম্পর্ক আছে কি না, এ ব্যাপারে কেউ কিছু বলতে পারেননি। এর আগে গতকাল রোববার বেতার তরঙ্গ (স্পেকট্রাম) পুনঃ বরাদ্দের ক্ষেত্রে প্রয়োজনীয় বৈধ কাগজ না থাকায় বেসরকারি টেলিভিশন একুশে টিভিকে নোটিশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিষয়টি নিশ্চিত করে বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ প্রথম আলোকে বলেছিলেন, ‘কোনো ধরনের অনুমোদন ছাড়া রেডিও ইকুইপমেন্ট এবং বরাদ্দকৃত স্পেকট্রাম স্থগিত অবস্থায় সম্প্রচারে যাওয়ার কারণ জানতে চেয়ে তাদের একটি নোটিশ দেওয়া হয়েছে। ’ তরঙ্গ বরাদ্দ বিষয়ে একুশে টিভির লাইসেন্স বাতিল করা হতে পারে কি না—প্রশ্নের জবাবে বিটিআরসির চেয়ারম্যান বলেছিলেন, ‘নোটিশের জবাব পেয়ে কমিশন পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

’ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.