আমাদের কথা খুঁজে নিন

   

রেখেছ বাঙালি করে... মানুষ করনি......

বহু দিন ধরে কিছুই লিখা হয় না। লিখব লিখব করে আর লিখতে পারি না। আজকে হঠাৎ করেই লেখারখার ইচ্ছা হল। তবে যে বিষয়ে লিখব, চেয়েছিলাম এসব বিষয়ে কখনও জড়াবো না। কিন্তু মনের ভিতর কথাগুলা প্রকাশ না করলে ক্যামন যেন বদহজম লাগে।

তাই না লিখে থাকতে পারলাম না। কাল থেকে ফেইসবুকে একটা জিনিস দেখা যাচ্ছে, আফ্রিদি তার নিজেস্ব ব্র্যান্ডের দোকান বাংলাদেশে দিচ্ছে আর সেই দোকানের জন্য মডেলিং করলেন বাংলাদেশের জনপ্রিয় মডেল মেহজাবিন। এই নিয়ে কিছু সুশীল সমাজের মানুষের মাথা ব্যাথা উঠে গেল। বিশেষ করে লোক দেখানু দেশপ্রেমিকদের। কিছু কিছু পাবলিক দেশপ্রেম প্রকাশের জন্য ফেইসবুকে তার মা কে তুলে গালি দিচ্ছে !!!!!!! আর তার পক্ষে কিছু বললেই করে দিচ্ছে ব্লক !!!!! আমি বুঝলাম না মেয়েটা এমন কি ই বা করল যে তার মাকে গালি দেওয়া লাগবে...????? তার দোষ হল সে বাঙালি হয়ে আফ্রিদির মত পাকিস্থানের মানুষের ব্যাবসায়ে মডেল হয়ে কেন সাহায্য করেছে এই...???? এইখানে আফ্রিদি কি উগান্ডা , জিম্বাবুয়ে কেনিয়া এমন কি ঘানা থেকেও যদি কেউ তাদের পণ্য আমাদের দেশে উপস্থাপন করে তাহলে মডেলিং এর জন্য সবারই প্রথম চয়েজ থাকবে মেহজাবিন এবং সে থাকবেও।

কারন এসব বিষয়ে নারীদের পণ্য হিসেবে ব্যাবহারের থিওরীটা সে মনে প্রানে মেনে নিয়েছে এবং এইসব জিনিসে অংশগ্রহণ তার একান্ত নিজস্ব ব্যাপার। যেখানে দেশের মন্ত্রীরা ইসলামী ব্যাঙ্কের শাখা উদ্বোধন করেন, সরকার দলের উপদেষ্টা দেশের রাজাকারের পক্ষে সাক্ষ্য দেন সেখানে এই মেহজাবীন সামান্য আফ্রিদির দোকানেরর জন্য মডেলিং করে কি এমন পাপ করলেন একবার বলুন তো। আর চুলকানির জালায় বলতেই হয় তাহলে সরকারকেই বলুন তারা কেন আফ্রিদিকে এ দেশে ব্যবসা করার পার্মিশন দিয়েছে......?? কি...??? বলতে পারবেন না...???? ভয় লাগে । । ??? ভয় লাগলে কাঁথা মুরি দিয়া ঘুমান, কোন বিষয়ে কথা বলার অধিকার আপনার নাই।

ফেইসবুকে আবার কিছু মানুষ আছেন যারা নিজেকে দেশপ্রেমিক হিসেবে জাহির করেন বিভিন্ন মানুষকে গালাগালি করে। তারা শুধু ফেইসবুকেই দেশপ্রেমিক, কোন কাজে তাদের দেখাই যায় না। কম্পিউটারের সামনে বসে কি-বোর্ড গুতিয়ে একজন আরেকজনের সাথে মেয়েদের মত চুল ধরে টানাটানি করেই উনাদের দায়িত্ব শেষ। কোন কাজ বাস্তবায়নে কেই থাকে না। আরে ভাই, ফেইসবুকটা কয়দিন ই বা হল আবিষ্কার হয়েছে যে সেইখানেই দেশপ্রেম দেখাতে হবে... আমাদের এই দেশটা তো ৪২ বছর আগের আবিষ্কার, কই সেইখানে তো কিছু দেখালেন না......।

তারা আবার নিজেকে সুশীল মনে করেন। কিন্তু গালাগালি দেওয়ার সময় তারা সুশীল কথার অর্থ ভুলে যান আর তখন তাদের আসল সত্ত্বা সবার কাছে প্রকাশ পায়। এসব কিছু দেখলে মনে হয় রবীন্দ্রনাথের এই কথাটি বোধ হয় সত্য প্রমানিত হল- “ রেখেছ বাঙালি করে... মানুষ করনি......” ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.