আমাদের কথা খুঁজে নিন

   

রবীন্দ্রনাথ বলেছিলেন "রেখেছ বাঙালি করে মানুষ করনি"

সময় কে জানতে চাই.. জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসাহিকো তোয়াগা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বঙ্গবিদ্যা সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন। ১৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ক্যাফেটেরিয়ায় দুপুরের খাওয়ার সময় কে বা কারা তাঁর ব্যাগটি চুরি করে নিয়ে যায়। ওই ব্যাগে দুই হাজার ডলার, এক লাখ ইয়েন, বাংলাদেশি ৫০ হাজার টাকা, একটি ল্যাপটপ, একটি ডিজিটাল ক্যামেরা, মডেম, কিছু বই ও মূল্যবান কাগজপত্র এবং তাঁর পাসপোর্ট ছিলও। তবে মাসাহিকো কেবল তাঁর ল্যাপটপে থাকা তথ্য ফেরত চেয়েছেন। মাসাহিকো তোয়াগা আজ শনিবার প্রথম আলোয় পাঠানো এক আকুতিতে বলেছেন, ‘ওই ল্যাপটপে যেসব তথ্য আছে, সেটি অন্য কারও কোনো কাজে আসবে না।

কিন্তু একাডেমিক কারণে তাঁর ল্যাপটপে থাকা সব তথ্য দরকার। কাজেই যারা নিয়েছে বা যাদের কাছে এখন ল্যাপটপটি আছে, তারা কেউ যদি প্রথম আলো কার্যালয়ে এসে ল্যাপটপটি বা এর হার্ডডিস্কটি ফেরত দিয়ে যায়, তাহলে তিনি খুব উপকৃত হবেন। আর যে ফেরত দেবে, তিনি প্রয়োজনে পরিচয় গোপন রেখে এটি ফেরত দিয়ে যেতে পারে। রবীন্দ্রনাথ বলেছিলেন "রেখেছ বাঙালি করে মানুষ করনি" প্রমান আমরা বাঙ্গালিরা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি। মানুষটি বাংলার প্রানের ভাষার টানেই এসেছিলেন এই দেশে।

হলফ করে বলতে পারি তিনি বাংলাদেশে আসার আগে এই দেশের বিখ্যাত আথিতেয়তার খবর শুনেই এসেছিলেন। সাব্বাস বাঙালি তোমরা চরম আথিতেয়তা দেখিয়েছ। ধন্য করেছ আমাদের আথিতেয়তার। অবাক লাগে এশিয়ার অক্সফোর্ড বলে খ্যাত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই "আথিতেয়তার" ঘটনা ঘটেছে। আসুন নাকটা চেপে ধরে রাখি যদি লজ্জাটা একটু কম লাগে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.