আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশ যখন পিকেটার

গতকাল বিমান বন্দর স্টেশনে (কুর্মিটোলা স্টেশন) পৌছি দেখি মহানগর গোধুলি দাঁড়িয়ে আছে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে বলে। ২ঘন্টা পার হয়ে গেলেও ছাড়ার কোন খবর নাই দেখে সোজা চলে গেলাম কন্ট্রোল রুপে। ঘটনা জিঙ্গেস করতেই বলল লাইনে সমস্যা। পাশ থেকে এক ভদ্র লোক তেতিয়ে উঠতেই সত্য কথা মুখ ফসকে বের হয়ে গেল ইনফরমেশন কর্মচারীর। সোজা বলে দিল, 'যান গাড়ীর সানে জিঙ্গেস করেন পুলিশকে কেন তারা আটকিয়ে রেখেছে।

আমাদের কোন সমস্যা নাই। অনেকেই চলে এল গাড়ীর সামনে দাঁড়িওয়ালা পুলিশ পান চিবুচ্ছিলেন। তাকে জিঙ্গেস করতেই বলল গাড়ী কি আমারা ঠেকাইছি? যান স্টেশন মাস্টারকে জিঙ্গেস করেন, মুখ ফসকে বলে বসল ভাই স্টেশন ইনফরমেশন বলে আপনাদের কথা আপনারা বলেন তাদের কথা। এবার পুলিশের আসল চেহারা বেরিয়ে এল বলল- ইনফরশেন আমাদের কথা বলেছে? শালারা একটা মাদারচোদ (দুঃখিত হুবহু তুলে ধরলাম জ্ঞাতার্থে)। এবার এগিয়ে আসল আরেক জন বলল ভাই লাইনে সমস্যা।

লোকটি বলল ভাই লাইনে সমস্যা সেটি তো রেলের লোক জানার কথা আপনারা কি করে জানলেন? এবার আরেক পুলিশ অফিসার তেড়ে আসতে দেখে সরে গেলেন লোকটি। কি আনন্দ পুলিশ যেখানে মানুষের যাতায়াতের সুবিধে করে দেয় সেখানে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলেছে। আজব বাংলাদেশই বটে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.