আমাদের কথা খুঁজে নিন

   

স্ত্রীর আত্মহত্যার পর নিজেও ট্রেনের নিচে ঝাঁপ

ঢাকা, ১০ মার্চ: রাজধানীর কমলাপুরের কাছে শুক্রবার রাতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, স্ত্রীর আত্মহত্যার পর রফিকুল ইসলাম নামে ওই ব্যক্তি ট্রেনের নিচে ঝাঁপ দেন। এর কিছু সময় আগে ঘরে আত্মহত্যা করেন রফিকুলের স্ত্রী শিউলী। বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী রফিকুল তালতলা বি ব্লকের ২৭৩ নম্বর বাসার দোতালায় স্ত্রী, শিশুপুত্র ও ছোট ভাইকে নিয়ে থাকতেন। রামপুরা থানার ওসি দেলোয়ার জানান, রাত ৯টার দিকে রফিকুলের ভাই বাসায় এলে দরজা বন্ধ দেখে কলিং চাপেন।

রফিকুলের শিশুপুত্র দরজার নিচের ছিটকিনি খুলে দিলেও ওপরেরটি খুলতে পারছিল না। তখন রফিকুলের ভাই তার ভাতিজাকে বলে, তার মাকে ডাকতে। শিশুটি চাচাকে জানায়, তার মা শোবার ঘরের দরজা লাগিয়ে ভেতরে রয়েছে। রফিকুলের ভাই পুলিশকে জানায়, এরপর ডাকাডাকিতেও দরজা না খোলায় কপাট ভেঙে ভেতর ঢুকে শোবার ঘরের দরজা ভেঙে দেখে শিউলীকে সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এরই মধ্যে খবর পেয়ে রফিকুল বাসায় ছুটে এসে দেখেন, তার স্ত্রী মারা গেছেন।

এরপর সবার অলক্ষে তিনি বাসা থেকে বেরিয়ে পড়েন। ওসি জানান, এর কিছু সময় পরই খবর আসে পাশের কমলাপুর রেল স্টেশনের কাছে এক লোক ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। সঙ্গে থাকা পরিচয়পত্র দেখে রফিকুলের পরিচয় নিশ্চিত হওয়া যায়। রফিকুল ও তার স্ত্রীর লাশ দুটি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.