আমাদের কথা খুঁজে নিন

   

দিলু নাসের এর প্রেম বিরহের পঙতি মালা

রাত্রী ছিলো চাঁদ ঝলমল বাতাস পাগল করা তুমি এবং আমি ছিলেম আকাশ জোসনা ভরা রাত নীশিতে চাঁদের আলো তোমার মুখে পড়ে মারলো ঠোকা খুব নিভৃতে আমার এই অন্তরে সঙ্গে ছিলো অনেকজনা জানলো না কেউ মোটে চাঁদের আলোয় আমার এপ্রাণ মরলো মাথা কুটে । (২) পাতাল রেলের বন্ধ কূপেতে তুমি আমি হই প্রতিদিন মুখোমুখি কথা কিছু মোটে হয়না তো বলা সুনীল স্বপ্ন দিয়ে যায় মনে উঁকি । সাদা কালো আর বাদামী মানুষে রেলটি যখন ভরে তোমার লাজুক চাহনি আমাকে কাঁপায় সুখের ঝড়ে । মাইল এন্ড এলে তুমি নেমে যাও আমি যাই লেইটনে তোমার মুখের ছবি আঁকি আমি সারা দিন মনে মনে তোমাকে দেখার জন্য আমি উন্মুখ হয়ে থাকি মন ও মননে প্রতিক্ষন যেন তুমি করো ডাকাডাকি । (৩) তুমি এবং আমি ছিলেম এবং ছিলো মুষলধারে বৃষ্টি দেখলে তুমি বাহির পানে আমার ছিলো তোমার দিকে দৃষ্টি বাইরে ছিলো লাল নীল আর হলুদ ডেফডিল ঠিক সে সময় ফুলের সাথে তোমার ছিলো দারুন রকম মিল বল্লে তুমি এই বিকেলে - ভালোবাসার কাব্য শোনাও কবি কিন্তু আমি কি শোনাবো - এক নিমিষে -ভুলেই গেলাম সবই বৃষ্টি ভেজা সন্ধ্যা বেলা আমার হলো কি -যে মনে হলো -আমার লেখা কাব্য তুমি নিজে ।

। (৪) তোমার এবং আমারএখন ভিন্ন মত ও পথ ভিন্ন যেমন সাগর নদী সমুদ্র সৈকত ভিন্ন যেমন আকাশ এবং রোদ্র মেঘের জল তোমার এবং আমার এখন তেমনি চলাচল । (৫) তোমার কথা ভাবলে মনে কষ্ট পাই না ভাবলে ও তাই এখন বলো কোন পথে আজ যাই । (৬) তুমি আর আমি আমরা দুজন মিলে কবে যে হেসেছি কবে যে গেয়েছি সকলই গিয়েছি ভুলে । তুমি আর আমি একই পথ ধরে হাটতে হাটতে শেষে কবে যে কখন ছিটকে পড়েছি দুই জন দুই দেশে কিছু নেই আর মনে তোমাকে আমাকে গিলায়া খেয়েছে এখন অন্য জনে ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।