আমাদের কথা খুঁজে নিন

   

দিলু নাসের এর ছড়া ঃবিশ্ববেহায়া



এরশাদ মানে বিশ্ববেহায়া এরশাদ মানে ঘৃন্য তার চেহারায় আজো লেগে আছে স্বৈরচারীর চিহ্ন ভুলিনি আমরা আশির দশক ভুলিনি আমরা এর -সাধ তারা বেঈমান -যারা বুকে আজ পুষে রাখে খুনী এরশাদ রাজাকার আর বিশ্ববেহায়া তারা হলো সম-গোত্র ধিক্কার দেই যারা রাখে আজ তাহাদের সাথে সুত্র । (২) বিশ্ববেহায়া উঠেছে তুঙ্গে মুখ ভরা তার হাসি ক্ষমতা পাবার জন্য আবার চোখেতে স্বপ্ন রাশি ভুলেছি আমরা অতীত কাহিনী ঘৃন্য স্বৈরচার ক্ষমতার মোহে চোখ বুজে আজ মিত্র হয়েছি তার লজ্জা শরম নেই আমাদের চেতনা হয়েছে ম্লান ভুলে গেছি সবে নুরহোসেন আর মিলনের আত্মদান নিজের স্বার্থে বাংলা বাঙালী করছি যে ভাবে হত্যা কিছু দিন পর হয়তো সকলে ভুলে যাবো জাতিসত্তা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।