আমাদের কথা খুঁজে নিন

   

দিলু নাসের এর কবিতা দিন চলে যায় ---

দিন চলে যায় হাওয়ায় হাওয়ায়- দিন চলে যায় ক্রমে স্সৃতির পাতারা হচ্ছে ধুসর ধুলোর প্রলেপ জমে সোনা রোদ্দুর ,নিঝুম দুপুর -মায়া মমতার ডোর ছায়াঘেরা পথ পেরিয়ে এখন্ এসেছি অনেক দুর । কাগজের নাও স্রোতে ভেসে গেছে -উড়ে গেছে প্রজাপতি ছায়ার পিছনে দৌড়ে নিজে -নিজের করেছি ক্ষতি উড়ে গেছে সাদা কার্পাস হয়ে জমানো স্বপ্ন যতো হৃদয়ে হরিৎ প্রান্তর নেই -জমাট বেধেছে ক্ষত । ক্ষতি আর ক্ষত একাকার হয়ে জীবন হয়েছে লীন ঘরের ভিতরে ঘরহীন হই অজান্তে প্রতিদিন ভেসে গেছে সব আশা ও ভরসা- উড়ে গেছে ভালোবাসা পালংকে এসে কালো বিষধর-নির্ভয়ে বাধে বাসা বিষাক্ত এই সাপের ছোবলে জীবন হয়েছ নীল অতীত এবং বর্তমানের তাই নেই কোন মিল ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।