আমাদের কথা খুঁজে নিন

   

প্রচন্ড রাগ,হতাশায় রচিত কবিতা গুচ্ছ।(মনে হয় ১৮+)

বালক জানে না তো কতটা পথ গেলে, ফেরার পথ আর থাকে না কোনো কালে... বিপন্ন সময় এখন বিপন্ন সময় কবিতার সাজানো শব্দ ছিড়ে ফুটো করে উইপোকার দল। কিশোরী যোনী গেথেঁ থাকে তীক্ষ্ণ ফলায়, উঠে দীর্ঘ্যশ্বাস! ধারালো দাঁতে কামাতুর পশু, ছিন্ন করে সংবিধানের কৌমার্য্য। মাফ করবেন, ভদ্র মহোদয়গন বলতে পারেন, কতবার- ঠিক কতবার ধর্ষিত হলে একটা দেশ, জন্মদেয় এমন বেজন্মা সরকার? প্রেমহীন আমার স্পর্শে মাটিতে হয় ভূকম্পন রাত ভয়ে কাঁপে থরথরি জলন্ত লাভায় দিয়ে নিঃসীম ঘৃনা পাহাড় হয় আগ্নেয়গিরি । আমি তাকালে আকাশ থেকে হয় এসিডবৃষ্টি। কুমারীর শরীর পুড়ে খাক আমি তাকালেই শকুন উড়ে, নিঃসীম ঝড়ে ডানা ভাঙ্গে কাক।

আমার নিঃশ্বাসে আচঁল উড়ে দাগ লাগে কিশোরীর ধবল স্তনে। আমার নিঃশ্বাস বিষ ছড়ায়, আগুন ঝরায় প্রেমিকার স্বপনে। আমার চারপাশ ঢেকে রাখে কুয়াশা হিসহিসিয়ে ফনা তুলে সাপ। আমার পৃথিবীতে আমিই আমি বাকিসব অর্বাচীন পাপ। আমি দানব,ধ্বংসে কাটে দিন।

আমি মানুষ, আমি প্রেমহীন। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।