আমাদের কথা খুঁজে নিন

   

প্রচন্ড শীতেও বাজার গরম

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

এই শীতের সবজি গুলোতে যেন আগুন। বাজারে কোন কিছুরই দাম কমছে না। যে গুলো সবজি নতুন উঠেছে সেগুলো কৃত্রিম সংকট সৃষ্টি তৈরী করা হচ্ছে। দোকানদারকে জিজ্ঞেস করলেই উত্তর দেয়, সাপ্লাই নাই।

তাই দাম বেশী। অথচ এটাই সবজির মওসুম। নতুন আলু বাজারে এসেছে আগেই কিন্তু সেটা তেমন পাওয়া যাচ্ছে না। আবার দামও চড়া। তেমন প্রত্যেকটারই এমন অবস্থা।

আর চালের তো কথা বলারই প্রয়োজন নেই। সেখানেও আগুন। তবে বাজার ভেদে আবার জিনিসপত্রের দাম বিভিন্ন রকম। এর অর্থ কোন নিয়ন্ত্রন নেই। যে যার মত দাম চাইছে।

সেক্ষেত্রে প্রতি কেজিতে ৪ থেকে ৫ টাকাও পার্থক্য দেখা যাচ্ছে। কমপ্লেইন জানানোর মত কেউ নেই। দোকানদারদের আচরন বেশ ব্রুট। নিলে নেন না নিলে যান। দামদরের কোন ফুরসুৎ দিবে না।

চলুক এভাবে........ কত দিন চলে দেখা যাক...............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।