আমাদের কথা খুঁজে নিন

   

হেফাজতের পরিকল্পনা ছিল ব্যাংক লুট: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ দাবি করেছেন, গত ৫ মে হেফাজতে ইসলামের পরিকল্পনা ছিল ব্যাংক লুট ও সচিবালয়ে আক্রমণ করা। যদি রাতে তাঁদের শাপলা চত্বর থেকে সরানো না হতো, পরের দিন সকাল পর্যন্ত থাকতে দেওয়া হতো, তাহলে তাঁরা তাই করত।
আজ বুধবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার এ কথা বলেন। শাপলা চত্বর থেকে হেফাজতের কর্মী-সমর্থকদের সরাতে গত ৫ মে রাতে চালানো পুলিশ, র্যাব ও বিজিবির অভিযান সম্পর্কে গণমাধ্যমকে জানাতে এর আয়োজন করা হয়।
ওই রাতের অভিযানে নিহতের সংখ্যা নিয়ে নানা আলোচনা-সমালোচনা প্রসঙ্গে বেনজীর আহমেদ বলেন, এসব প্রচারগুলো গুজব।

যারা এ ধরনের তথ্য প্রকাশ করছেন, তিনি তাঁদের কাছে মৃতের তালিকা চেয়ে বলেন, ‘তালিকা দেওয়া হোক, আমরা খোঁজে দেখব। ’ তিনি আরও বলেন, হাজার হাজার ব্যক্তি নিহত হয়েছেন বলে গুজব ছড়ানো হচ্ছে। তাহলে নিহতের স্বজনেরা কোথায়? সাভারে ভবনধসের পর থেকে হাজার হাজার স্বজন প্রিয়জনের সন্ধানে সেখানে গেছেন। তাহলে এক্ষেত্রে এমন দাবি কেউ এখনো করেনি কেন?
ডিএমপি কমিশনার বলেন, গণমাধ্যমের উপস্থিতিতে অভিযান চালানো হয়েছে। দুটি টেলিভিশন চ্যানেল সেটি সম্প্রচার করেছে।

এতে লুকোচুরির কিছু নেই।
ওই অভিযানে মৃতের সংখ্যা কত?—এমন প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, এক পুলিশসহ আটজন নিহত হওয়ার বিষয়ে তথ্য রয়েছে। চারটি লাশ শাপলা চত্বর থেকে উদ্ধার করা হয়েছে। আর বাকি চারজন আহত হয়ে পরে মারা গেছেন।
নাকশতার তথ্য থাকার পরও হেফাজতকে কেন সমাবেশ করতে দেওয়া হলো?—এমন প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, হেফাজত প্রতিশ্রুতি দিয়েছিল তারা দোয়া করে চলে যাবে।

এ ছাড়া গোয়েন্দা তথ্য থাকলেও তা সুনির্দিষ্ট ছিল না। বাংলাদেশের ধর্মীয় সংস্কৃতি হলো ধর্মীয় নেতার কথাকে আমরা গুরুত্ব দেই ও বিশ্বাস করি। আমরা ধরে নিয়েছিলাম, তাঁরা ধ্বংসাত্মক কাজ করবে না।
ডিএমপি কমিশনার এই অভিযানটির নাম ‘অপারেশন শাপলা’ ছিল জানিয়ে বলেন, অভিযানে কোনো ধরনের প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি। সারা বিশ্বে পুলিশ যে ধরনের অস্ত্র ব্যবহার করে, এমন অস্ত্রই ব্যবহার করা হয়েছে।

তাই প্রাণহানি হয়নি। অভিযানের উদ্দেশ্য ছিল, কোনো ধরনের প্রাণহানি ছাড়া হেফাজতকে শাপলা চত্বর থেকে সরিয়ে দেওয়া। আমরা সেটা সফলভাবে করেছি।
সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার আবদুল জলিল, বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আজম ও র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল জিয়াউল আহসান। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.