আমাদের কথা খুঁজে নিন

   

বিচার না হওয়ার আশংকাই থেকে যাচ্ছে

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল নতুন একটি গঠন হতে যাচ্ছে। হতেই পারে । আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের,১৯৭৩ এর ৬ (১) ধারায় এক বা একাধিক ট্রাইব্যুনাল সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে সরকার তৈরি করতে পারে। সরকার প্রয়োজন মনে করলেই এমনটা সে করতে পারে। যে আট ব্যক্তির বিচার বর্তমান ট্রাইব্যুনাল করছে তাদের বেশির ভাগ জামাতে ইসলামী নামক একটি সাম্প্রদায়িক রাজনৈতিক দলের সদস্য।

যারা ১৯৭১ সালে এদেশের মুক্তিসংগ্রামের সরাসরি বিরোধিতা করছিলো। তাদের বিরোধিতা শুধু নিছক বিরোধিতার মধ্যেই সীমা বদ্ধ থাকেনি। পাকিস্তানের অখণ্ডতা রক্ষায় পাক সেনাবাহিনীর পাশাপাশি রাজাকার, আল-বদর, আল-শামস প্রভৃতি ঘাতক বাহিনী গঠন করে। নবগঠিত ওই সব বাহিনীর লোকদের সহযোগিতায় পাক বাহিনীর সেনা সদস্যরা ১৯৭১ সালে বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম গুলোতে নৃশংস হত্যা কাণ্ড চালায়। আজ যাদের বিচার করা হচ্ছে তারা ১৯৭১ এ ওই সব ঘাতক বাহিনীর সদস্যদের সাথে হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ভাবে জড়িত ছিলো ।

কেউ কেউ হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিলো। জামাতে ইসলামি বাদে তৎকালীন আরো কয়েকটি দল বাংলাদেশের মুক্তি সংগ্রামের বিরোধিতা করেছিলো। যাদের মধ্যে অন্যতম ছিলো মুসলিম লীগ। এই মুসলিম লীগের সমর্থকরা আবার পাড়ায় পাড়ায় শান্তি কমিটি তৈরি করেছিলো। ১৯৭১ সালে দেশের রাজনৈতিক অবস্থা অস্থিতিশীল হয়ে পড়লে পাড়ায় পাড়ায় শান্তি কমিটি তৈরি হয়।

মুসলিম লীগের কট্টর সমর্থক লোকদের নিয়ে এই শান্তি কমিটি তৈরি হয়। অনেক কে জোর করে এই কমিটিতে ঢোকানো হয়েছিলো। কিন্তু যুদ্ধ শুরু পর এই শান্তি কমিটির বহু লোক রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনীতে নাম লেখায়। যারা ওই বাহিনীতের নাম লেখাতে পারেনি তারা আবার ওই সব ঘাতক বাহিনীদের মতই বাংলাদেশের গ্রাম গঞ্জে পাক সেনার সহযোগী হিসেবে আবির্ভূত হয়। বর্তমান বিএনপি নেতা সাকা চৌধুরীরা হচ্ছে ওই গোত্রের লোক।

বর্তমান ট্রাইব্যুনাল আট জনের মামলা হাতে নিয়েছে। কিন্তু বিচার হচ্ছে মাত্র একজনের। তিনি হচ্ছেন জামাতের ইসলামীর বর্তমান আমীর দেলোয়ার হোসেন সাঈদী ওরফে দেলু ওরফে দেইল্লার। বর্তমানে সেই বিচারও স্থবির হয়ে পড়েছে। সাক্ষী ধারাবাহিক অনুপস্থিত থাকাতে এই অবস্থা।

ট্রাইব্যুনাল এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। ট্রাইবু্যনাল রাষ্ট্রপক্ষকে সাক্ষী হাজির করার চূড়ান্ত সময়সীমা ১৮ই মার্চ বেধে দিয়েছেন। নির্ধারিত দিনের মধ্যে সাক্ষী হাজির করা না গেলে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহন আদেশ প্রদানের মাধ্যমে বন্ধ করে দিবেন বলে মৌখিক ইংগিত দেন। সে যাই হোক। আট জনের বিচার করতে গিয়ে ট্রাইব্যুনাল ও প্রসিকিউশন ব্যস্ত সময় কাটাচ্ছেন।

অনেক সময় দেখা গেছে ট্রাইব্যুনালের বিচারকগণ তদন্ত রিপোর্ট পড়ে শেষ করতে পারেন নাই বলে নিজেরা সময় নিয়েছেন। একই যুক্তি প্রদর্শন করে সময় নিয়েছে আসামী পক্ষ ও প্রসিকিউশন। সে কারণে কারো কারো মনে সন্দেহ উঠেছে এই বিচার কাজ নির্ধারিত সময়ে শেষ হবে কিনা। অনেকে প্রশ্ন করেন বিচার করার ইচ্ছা সরকারের আছে কিনা। সবার মনের অবস্থা যখন এই রকম তখন আরেকটি ট্রাইব্যুনাল করার ঘোষণা এলো সরকারের কাছ থেকে।

এখন প্রশ্ন হলো নতুন ট্রাইব্যুনাল কি পারবে বিচার কাজ দ্রুত শেষ করতে। একথা এ কারণে বলা হচ্ছে যে, আট জনের বিচার নিয়ে তিন সদস্যর ট্রাইব্যুনাল যেভাবে এই সরকারের দুই বছর খেয়ে ফেলল, সেখানে সরকারের আইন মন্ত্রী ঘোষণা দিয়েছেন নতুন পাঁচ জন যুদ্ধাপরাধীর বিচার করবেন নতুন ট্রাইব্যুনাল দিয়ে। এখন নতুনদের বিচার করতে গিয়ে নতুন ট্রাইব্যুনাল কীভাবে সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে অভিযুক্তদের বিচার শেষ করবে সেটাই দেখার বিষয়। ব্যাপক সমালোচনা আলোচনার মাধ্যমে ট্রাইব্যুনাল তার কাজ দ্রুত করেছে সত্যি। কিন্তু সাঈদী বাদে কারোর বিচারই এখন পর্যন্ত শুরু হয়নি।

তাই নতুন ট্রাইব্যুনাল কেনো নতুন যুদ্ধাপরাধীদের বিচার শুরু করতে যাচ্ছে তা বোধগম্য হচ্ছে না। ট্রাইব্যুনালে যে বিচার গুলো পেনডিং আছে সেগুলো নতুন ট্রাইব্যুনালে স্থানান্তর করে দিলে চাপ অনেকটা কমে যেতো। বিচার কাজ কার্যত দ্রুত হতো। কিন্তু সেরকম হচ্ছে না মনে হচ্ছে। সে কারণে অভিযুক্ত যুদ্ধাপরাধীদের বিচার না হওয়ার আশংকাই থেকে যাচ্ছে।

খবরের সূত্র এই লিংকে  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.