আমাদের কথা খুঁজে নিন

   

চাঁন ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে

শাফিক আফতাব---------- আপনি আমাকে লেখক না বলে আদর করে ডাকতেন 'লিখক' বলতেন, ‌' আমাদের কবি দেখো, বেশ লেখে, জ্ঞান তার কত,' ছুটিতে বাড়ি গেলে, কত কথা, কত গল্প কত আনন্দ বেদনার শোক কেচ্ছে কাহিনী, নবী রাসুল, আর পূর্ব পুরুষের কত কথা অবিরত। জীবনের শেষদিকে আপনি হয়েছিলেন ঘরকুনো, আমি ঠিক তাই ছুটিতে বাড়ি গেলে দেখা হতোনা আর হরহামেশা দূর থেকে শুধু আপনার কিছু দুরারোগ্য ব্যাধির খবর পাই বেশে থাকবেন, এটার ছিলোনা কোনো আশা। জীবনের যাঁতাকলে সময় ইদানিং একদম হয় না পরিজন সাক্ষাতের কিছুকাল থেকে কথা, দেখা,গল্প কিছুই হয়নি আপনার সাথে এরই মধ্যে জীবন থেকে বিদায় নিয়ে মশগুল হয়েছেন চিন্তায় পরপারের অকস্মাৎ মৃত্যুর সংবাদ পাই আজ সকালের ঠাণ্ডা প্রভাতে। চলে গেলেন ক্ষুদে জীবন থেকে এক মহাজীবনের স্রোতে আমার যে এদিকে শুধু নোনা জল ভাসে হৃদয়ে ; চোখের পাতে। ৩০.০৬.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.