আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রীর অনুরোধে স্বপদে ফিরছেন আকরাম খান

mamun.press@gmail.com ঢাকা, ৯ মার্চ: প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করা আকরাম খান কি আবার স্বপদে ফিরে আসছেন? সেই সম্ভাবনাই এখন প্রবল। দু’দিন আগে পদত্যাগ করা প্রধান নির্বাচক আকরাম খানের স্বপদে ফিরে আসার জোর সম্ভাবনা দেখা দিয়েছে। গত পরশু পদত্যাগ করার পর আকরাম খান পরিষ্কার মিডিয়ার সামনে ঘোষণা দিয়েছিলেন, তিনি আর ফেরার কথা ভাবছেন না। কিন্তু নতুন করে ভাবতে হচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রী তাকে ফেরানোর উদ্যোগ নেয়ায়। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর একান্ত সচিব আকরাম খানকে ফোন করে জানান, প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করতে চান।

রাতে তিনি গণভবনে গেলে সেখানে প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ প্রত্যাহার করতে বলেন। আকরাম খান বার্তা২৪-কে জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে দেখা করেছেন। তাকে পদত্যাগপত্র প্রত্যাহার করার অনুরোধ জানানো হয়েছেন। ক্রিকেট বোর্ডে বর্তমান কমিটির আমলে এই প্রথম বার প্রধানমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করলেন। প্রধানমন্ত্রী বিষয়টি দেখবেন বলেও জানিয়েছেন।

যে সব কারণে আকরাম পদত্যাগ করেছেন, সেগুলো সমাধানেরও প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছেন আকরাম খানকে। আকরাম খান বলেন, “প্রধানমন্ত্রী আমাকে ডেকেছিলেন। আমি দেখা করেছি। তবে ফিরতে চাই না বলার পরও তিনি বলেছেন, তোমাকে বাংলাদেশের ক্রিকেটে দরকার। ক্রিকেট বোর্ড কী করছে তা আমি দেখছি।

” প্রধানমন্ত্রীর এ অনুরোধের পর আকরাম সিদ্ধান্ত পুনর্বিবেচনার আভাস দিয়েছেন। তবে সেটা কবে সরাসরি জানালেন না আকরাম খান। তিনি শুধু বলেছেন “অপেক্ষা করুন সবই জানাব। ” ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.