আমাদের কথা খুঁজে নিন

   

সৌদি কূটনীতিক হত্যা –পরবর্তী কড়চা- দেখা যাক কোন দিকে যায় !

সৌদি কূটনীতিক খালাপ আলীর মরদেহ সৌদি নেয়ার চেষ্টা চলছে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী গতকাল বলেছিলেন- এঘটনায় দুদেশের সম্পর্কের মধ্যে কোন অবনতি ঘটবে না। তিনি এবার রিয়াদ যাচ্ছেন। ইতোমধ্যে একটি খবর পেলাম সৌদি আরব বহু টন খুরমা বাংলাদেশকে দিয়েছে। এটা কি খালাপ আলীর কুলখানির জন্য, নাকি এ ঘটনায় বাংলাদেশের প্রতি খুশি তাই, নাকি সরকার দেখাতে চেয়েছে এ ঘটনায় কোন সমস্যা নেই সৌদি আমাদের কেমন বন্ধু দেখেন – এতটন খেজুর আমাদেরকে দিল।

যত যাই বলা হোক না, এর দায় সরকারকে নিতে হবে। এবং দেশের ইতিহাসে এর চেয়ে বড় লজ্জাজনক ঘটনা আর ঘটতে পারে না। দেশের বিদেশের মানুষের নিরাপত্তা রক্ষা করতে সরকার ব্যর্থ এ থেকে তার চিত্র ফুটে ওঠে। আর ভোগান্তি হয় প্রবাসীদের। এর ভয়াবহ পরিণতির জন্য আমাদের দেশবাসীকে অপেক্ষা করতে হবে।

আমরা সত্যিই নিরুপায় হয়ে গেলাম দেশের সাধারণ মানুষরা – দেশের স্বার্থপর, দুর্নীতিবাজ, ষড়যন্ত্রকারী ও আপন স্বার্থ চারী দেশপ্রেমবিহীন রাজনীতিকিদের কাছে। এবার জেগে ওঠার সময় হয়েছে নিশ্চয়ই। ধিক ধিক ধিক – তাদেরকে । আমরা এখন আছি স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্যোগের – তিনি কি করেন ! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.