আমাদের কথা খুঁজে নিন

   

ডাক্তাররা অমানুষ, গরিবের রক্তচোষা

শিরোনামের কথাটা জাতীয় মানবাধিকার কমিশন এর চেয়ারম্যান মিজানুর রহমানের কথা। কক্সবাজার সদর হাসপাতাল পরিদর্শন কালে প্রয়োজনীয় ঔষধ ও সেবা না দেখে এ মন্তব্য করেন। বিভিন্ন হাসপাতালে ঔষধ চুরি হয় এটা অনেক পুরনো কাহিনী। কিন্তু এর জন্য সব ডাক্তারদের ঢালাওভাবে দোষ দেয়াটা চূড়ান্ত বোকামির পর্যায়ে পড়ে। বাংলাদেশ এ বেশিরভাগ কাজ হয় টেন্ডার এর মাধ্যমে।

আর দুর্নীতি হয় ঠিক এই জায়গায়। বেশিরভাগ সময় রাজনৈতিক প্রভাবশালী লোকজন উপর মহলের কিছু অফিসারকে ঘুষ দিয়ে কাজ হাতিয়ে নেয়। এই সব ক্ষেত্রে নিচের দিকের অফিসারদের কিছুই করার থাকে না। আর কাজ পাওয়ার পর রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঠিক মত কাজ করে না। অনেক সময় স্থানীয় সংসদ সদস্যের সাহায্য পায় এসব কন্টাক্টাররা।

কাজটা হাসপাতাল এর ঔষধ বিতরণ হোক বা R&H,LGD এর রাস্তার কাজ হোক। কিন্তু সব দোষ গিয়ে পড়ে ফিল্ড অফিসারদের উপর। যেসব ডাক্তার হাসপাতালে সরাসরি কাজ করেন, যেসব ইঞ্জিনিয়ার মাঠে কাজ করেন তাঁদের বেশিরভাগের কিছুই করার থাকে না। আর যারা AC রুম এ বসে থাকে তারাই থাকে এসবের মূলে। আর রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাজ পাওয়া লোকরা।

একই ব্যাপার দেখছিলাম তারেক মাসুদ-মিশুক মুনির যখন মারা যায় তখন। রাস্তা খারাপ তাই সব দোষ ইঞ্জিনিয়ারদের। কিন্তু যারা রাস্তাটা বানানোর সময় টাকা মারছে বেশি সেই সব কন্টাক্টারদের কথা কেউ তুলেনি। আমি বলছি না ইঞ্জিনিয়াররা ধোয়া তুলসি পাতা, উপর পর্যায়ে সব জায়গাতেই দুর্নীতি। আর দোষ হয় সবার।

এই হল আমাদের বাংলাদেশ, যেখানে শুধু উপর উপর দেখে দোষ দেয়াটা আমরা শিল্পের পর্যায়ে নিয়ে গেছি। সমস্যার ভিতরে ঢুকতে খুব অনাগ্রহ আমাদের। আর তাই সমস্যা বেড়েই চলেছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.