আমাদের কথা খুঁজে নিন

   

ডাক্তাররা জনগণের ট্যাক্স এর টাকায় পড়াশুনা করে না।

ডাক্তাররা জনগণের ট্যাক্স এর টাকায় পড়াশুনা করে না। অনেক দিন যাবৎ একটা কথা শুনছি ডাক্তাররা নাকি জনগণের ট্যাক্স এর টাকায় পড়াশুনা করে আর তাই অনেকে ডাক্তারদের কে সব সময় এক হাত নেয় আর বলে জনগণের ট্যাক্স এর টাকায় ডাক্তার হইস এখন জনগণকে ফ্রী দেখবে। ভাবটা এমন যে সবাই বাপের পয়সায় সব করছে আর ডাক্তাররা জনগণের পয়সায় ডাক্তার হচ্ছে, তাই সবাই মিলা ডাক্তারকে তুলা ধুনা করবে!!! জনগণের ট্যাক্স এর টাকায় ডাক্তার হয় কথাটা একেবারেই ভুল। যারা ট্যাক্স দেয় তাঁরা কারা? আমজনতা ট্যাক্স দেয় না। সরকারী কর্মকর্তার মধ্যে বেতন ছাড়া ট্যাক্স দেয়ার সুযোগ একমাত্র ডাক্তারদেরই আছে।

অনেকে কোটি কোটি টাকা অবৈধ ভাবে কামালেও ট্যাক্স দেন না। প্রফেশনাল দের মধ্যে ডাক্তাররাই সবচেয়ে বেশি ট্যাক্স দেয়। আর বাকি ট্যাক্স দেয় ব্যবসায়িরা । এবার আসুন দেখি সরকারী মেডিকেল কলেজ গুলতে কি হচ্ছে। সরকারী মেডিকেল কলেজ গুলতে সব শিক্ষক ও ডাক্তাররা বেতন ভাতাদি নিয়ে বিনামূল্যে হাজার হাজার রোগীর সেবা দান করছেন।

সরকারের স্বাস্থ্য খাতের বিশাল একটা অংশ এই মেডিকেল কলেজ এর শিক্ষক ও ডাক্তাররা দিয়ে আসছে। যে বেতনে এই ফ্রী সেবা ডাক্তাররা দিচ্ছেন সেই বেতন দিয়ে ওনাদের একদিনের সেবাও কেনা সম্ভব না। রোগী তো দেখছেনি তার উপর ছাত্রদের পড়াশুনা করাচ্ছেন। তাই সরকার মেডিকেল ছাত্রদের পড়াশুনা করানোর জন্য তেমন কিছুই ব্যয় করছেন না। বরং সেই শিক্ষকদের দিয়ে হাজার হাজার রোগীর বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিচ্ছে।

আর সরকার ছাত্রদের শুধু কম মূল্যে থাকার ব্যবস্থা করছে আর বাকি হাজার হাজার টাকার বই খাতা, যন্ত্রপাতি, খাওয়া সব নিজের। আর পাশ করার সাথে সাথে একজন ইনটার্ন ডাক্তার যে সেবা টুকু সরকারকে তার জনগননের সেবার মাধ্যমে দেয় তার মূল্য সরকার তাকে কোন ভাবেই দেয় না। বিগত ৫ বৎসরে সরকারের কাছ থেকে প্রাপ্তি আমার মনে হয় এক মাসেই শোধ হয়ে যায়। আসলে মেডিকেল কলেজ গুলতে শিক্ষক, ডাক্তার আর ছাত্ররা মিলে জনগণকে যে সেবা দেয় তার তুলনায় এঁদের প্রাপ্তি খুবই সামান্য। জনগণের ট্যাক্স এর টাকায় তো দুরের কথা উল্টা ডাক্তার তৈরির এই প্রক্রিয়ায় জনগন পাচ্ছে প্রায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা আর দেশ পাচ্ছে নুতন নুতন ডাক্তার ।

এবার খোঁজ নিন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান জনগণকে কি দিচ্ছে? কেউ কিছু দিচ্ছে কি? বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুলোর কথাই ধরুন সরকার ওদের পিছনে যে টাকা খরচ করছে এর বিনিময়ে ছাত্র পরানো ছাড়া তাঁরা কি আর কোন সার্ভিস কি সরকার বা জনগণকে দিচ্ছে? না তাঁরা কোন সেবা দিচ্ছে না। তাহলে কারা শুধুই জনগণের টাকা খরচ করে পড়াশুনা করছে আর কারা মুলত জনগণকে সেবা দিচ্ছে আর সাথে সাথে নিজের জীবনও গড়ছে? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.