আমাদের কথা খুঁজে নিন

   

সৌদি কূটনীতিক খুন, সরকার দল, বিরোধী দল।

বড় কোনো দুর্ঘটনাকে বিরোধীদলের ষড়যন্ত্র বলে চালিয়ে দেয়ার 'সংস্কৃতি' আমাদের দেশে বহুদিন ধরেই চলে আসছে। আওয়ামী লীগ, বিএনপির প্রশ্ন এখানে অবান্তর। দুই দলই এক নৌকার যাত্রি। কিছুদিন আগে সাংবাদিক দম্পতি হত্যার ঘটনাতেও "অমুক করেছে তমুক করেছে " জাতীয় কথা কিছুটা হলেও কানে এসেছে। তবে বাঙালী বিস্মৃতিপরায়ণ জাতি।

ভুলতে তার সময় লাগে না। অলিম্পিকে একটি ইভেন্ট ভুলে যাওয়া নিয়ে থাকলে প্রতিবার সোনার মেডেল পেতাম হয়ত। আপাতত এই আক্ষেপ বাদ দিয়ে আসল কথাই আসি। ঢাকায় কূটনীতিক খুন হয়েছেন। কোন দেশের সেটা আমার কাছে বিবেচ্য না।

যেকোনো মানুষ খুন হলে তার জন্য হত্যাকারী মৃত্যুদন্ড পাওয়ার অধিকার রাখে বলে আমি মনে করি। এক্ষেত্রেও একই কথা বলতে চাই। তবে এই "বিচারের বাণী নিরবে নিভৃতে কাঁদে" এমন দেশে এই কথা উচ্চারণ করা বিলাসিতা পর্যায়ে পড়ে হয়ত। তবুও বিলাসী মনের ইচ্ছাটা পূরণ করে সরকারের প্রতি কিছু কথা বলতে চাই। মাননীয় সরকার, আমরা যারা এই দেশের আজন্ম বাসিন্দা, যাদের করের টাকায় আপনারা দামী গাড়িতে চড়েন তারা এই দেশের বাসিন্দা বলে হত্যা, ধর্ষণ, গুম এসব শব্দের সাথে এমনকি ঘটনার সাথেও এতই পরিচিত যে কেউ যদি বাড়ি ফিরে দেখে তার পিতামাতাকে হত্যা করা হয়েছে ( আল্লাহ না করুক ) তাহলে সে বড়জোর শোক করবে, ন্যায়বিচারের আশা কখনো করবে না।

কারণ আপনারা জানেন তাই বলার প্রয়োজন নেই। তবে আপনারা হত্যা নিয়ে অনেক বাণী দেন। 'অমুক করেছে' বলেই দায় মুক্ত। কিন্তু অমুক কখনো ধরা পড়ে না। আমরা এসব দেখে অভ্যস্ত।

তবে কেউ যেমন একা থাকতে পারে না, সমাজে থাকতেই হয়, তেমনি পৃথিবীর কোনো দেশই একা টিকে থাকতে পারে না। তাকে অন্যের সাথে সহযোগীতার সম্পর্ক রাখতে হয়। তাই আমাদের অনুরোধ, নিজেদের 'বাণী' এই মুহূর্তে না দিয়ে অন্তত এই খুনের বিচার করুন দ্রুত সময়ে, যাতে বিদেশে অবস্থানরত আমাদের ভাইয়েরা মাথা নিচু করা না রাখে। তাদের মাথা এমনিতেই অনেক নিচু হয়ে আছে। এর বেশী নিচু করলে হয়ত ঘাড় ভেঙে যাবে।

দয়া করে, ঘাড় ভেঙে দেবেন না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.