আমাদের কথা খুঁজে নিন

   

সাউথ ইন্ডিয়ান মুভি ইন্ডার্ষ্টি

ব্লগকে আপন করে নেওয়ার আপ্রান চেষ্টায় আছি প্রথমে বলা যাক সাউথ ইন্ডিয়া বলতে কোনকোন যাইগাকে বুঝাই ... এর মূলত চার ভাগ রয়েছে ১। কেরালা(মালায়ম ছবি,দক্ষিন এর সবচেয়ে ছোট প্রদেশ আর সবচেয়ে ছোট ফিল্ম ইন্ডাস্ট্রি ) ২। কর্ণাটক(কানাড়া ছবি, ব্যাংলোর ,বিখ্যাত ইন্ডিয়া র সিলিকন ভালি শহর,এই শহর এই ফিল্ম হয়) ৩। অন্ধ্র প্রদেশ(সবচেয়ে বড় ২ টি প্রদেশর একটি, তেলুগু সিনেমা,হায়দ্রাবাদ কেন্দ্রিক ফিল্ম ইন্ডাস্ট্রি নাম টলিউড) ৪। তামিল নাড়ূ( সবচেয়ে বড় আরেকটি প্রদেশ,মাদ্রাজ যার বর্তমান নাম চেন্নাই,এই চেন্নাই শহরের একটি জায়গা র নাম কোডাম্বাকাম এবং এর ক দিয়ে নামকরণ করা হয়েছে বিখ্যাত তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি কলিউড এর ) এখন অন্ধপ্রদেশের মুভির দিকে দৃষ্টিপাত করি অন্ধপ্রদেশে ৩,৭০০টি সিনেমা হল আছে [যদিও উইকিপিডিয়ার অন্য একটি রেকর্ড কইতেছে ৩,৩০০টি]।

এইখানে বছরে প্রায় ২০০ মুভি নির্মিত হয়। ইন্ডিয়ার মোট ডলবি ডিজিটাল থিয়েটারের মধ্যে চল্লিশ ভাগই [৯৩০টির মধ্যে ৩৩০টি] এই রাজ্যে। এইখানকার আইম্যাক্স থিয়েটারটি ২০০৭ সালে নির্মিত হয়। এটার নাম প্রাসাডস আইম্যাক্স। সেই সময় এটি ছিলো বিশ্বের মধ্যে সবচেয়ে বড় স্কিনের আইম্যাক্স থ্রিডি হল।

এইখানকার মুভি ইন্ডার্টিজকে বলা হয় টলিউড। এখানে ভারতের সবচেয়ে বেশি মুভি নির্মিত হয়। অন্ধপ্রদেশের জিডিপি-তে টালিউড যোগ করে ১%। একসময় তেলেগু মুভির কেন্দ্র মাদ্রাজ হলেও সত্তরের পর থেকে সরতে সরতে এখন পুরোটাই হায়দ্রাবাদে। ফি বছর অনেকগুলা তেলেগু মুভির রিমিক হয় নানা রাজ্যে।

তাছাড়া তেলেগু মুভি তামিল, মালায়লাম, উড়িয়া, হিন্দীতেও ডাব হয়। মেইনলি হিন্দি চ্যেনেল এ ট্রান্সলেট করে তামিল আর তেলুগু ছবি গুলাই দেখান হয়। কানাড়া আর মালায়ম খুব কমই দেখানো হয় আর দেখানো যেগুলা হয় তার খুব কমই হিট কারন কানাড়া আর মালায়ম এর প্রদেশ দুটা তে জনসংখ্যা কম তাই ওদের ইন্ডাস্ট্রি ও তুলনামুলক ছোট, কারন টা তো জানেন ই। আর তামিল আর তেলুগু প্রদেশ এর জনসংখ্যা বেশি হওয়ার দরুন এরাই বলিউড কে টেক্কা দেয়া মুভি বানায়। অফিসিয়ালি তামিল ভারত এর সেকেন্ড লার্জেস্ট ইন্ডাস্ট্রি হলেও তেলুগু প্রায় কাছাকাছি।

আর আমার মতে তামিল এর চেয়ে তেলুগু তুলনামূলক ভাবে ভাল । তেলেগু সিনেমা অনেকগুলা গিনেস বুক রেকর্ডের মালিক। যেমন- Nandamuri Taraka Rama Rao মোট ১৮ বার শ্রী কৃষ্নের চরিত্রে অভিনয় করেছেন। , Vijaya Nirmala নামের নারী পরিচালক ৪২টি মুভি বানিয়েছেন, D. Ramanaidu ১৩০টি মুভির প্রযোজক, S. P. Balasubrahmanyam সবচেয়ে মুভির গাওয়া গায়ক, Brahmanandam তেলেগু ভাষায় ৭৫০ টি মুভিতে কাজ করেছেন ভাল কিছু তেলুগু সিনেমা এর ইউ টিউব লিঙ্ক দিলাম মাগাধিরা । ৫ টা সাউথ ইন্ডিয়ান মুভির কথা বললে সিওর ১ নম্বর পজিশনে থাকবে হরর মুভি ।

হরর হিসাবে তেলুগু সিনেমা ইতিহাস এ ২ নাম্বার সবচেয়ে হিট সিনেমা। ২০০৯ সালে নির্মিত এই মুভির বাজেট ১৩ কোটি রূপী। আয় করে ৬১ কোটি রূপী। তেলেগু ফিল্ম ইন্ডাটির্জে এটি তৃতীয় সর্বোচ্চ আয়। আরিয়া -২ ।

আরিয়া সিক্যুয়ালের ২ নম্বর মুভি ... এক কথায় অসাধারন । ( হিন্দি ডাবটা দিলাম ) ... বিভিন্ন জায়গা থেকে ডাটা সংগ্রহিত  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.