আমাদের কথা খুঁজে নিন

   

ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়াঃ বিজ্ঞাপনসমগ্র

ধুউউউউউররররর..... :( গত দু'তিন দিনে ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার নাম শোনেননি এমন লোক মনে হয়না বাংলাদেশে পাওয়া যাবে। নানা বাহারি বিজ্ঞাপন দিয়ে তারা মানুষের মন এমনই জয় করেছে যে স্কুল-কলেজ পড়ুয়ারা তাদের "এইম ইন লাইফ" চেঞ্জ করে এই ভার্সিটিতে ভর্তি হওয়ার এইম নিয়েছে, যারা অলরেডি কোন ভার্সিটিতে পড়ছে তারা সব ছাইড়া দিয়ে এখানে ভর্তি হবার জন্য লাইনে দাঁড়িয়েছে, যাদের অনার্স শেষ তারা এখানে এমবিএ করার জন্য লাফাইতেসে আর যারা এমবিএ শেষ করে চাকরি/ব্যবসা করছে তারা সব কিছুর খ্যাতা পুড়ে নতুন করে এখান থেকে জীবন শুরু করার ডিসিশন নিয়েছে। তো যাই হোক দেখে নেয়া যাক ভার্চুয়াল জগত কাঁপিয়ে দেয়া এই ভার্সিটির বিজ্ঞাপনগুলোঃ এই বিজ্ঞাপনটা পুরা বাংলাদেশ কাঁপিয়ে দিলেও এর পরেরটা রীতিমত বিশ্বব্রহ্মাণ্ড কাঁপিয়ে দিয়েছে। শোনা যাচ্ছে এই কাঁপুনি পৃথিবীর বাইরে মঙ্গলগ্রহেও ছড়িয়ে পড়েছে। দেখে নিন সেই ২য় বিজ্ঞাপনটি।

ছবিতে লেখা পড়তে অসুবিধা হতে পারে, আলাদা করে লেখাগুলো ছবির নিচে দিয়ে দিলাম। ( জহির আংকেলের ছেলে আসিফের সাথে আমার যখন বিয়ে ঠিক হল আমি তখন খুব একটা এক্সাইটেড হতে পারিনি। ওকে আমি চিনি সেই স্কুল লাইফ থেকে। আমি যখন ফোরে পড়ি ও তখন নাইনে। তখন ও খুব লাজুক টাইপের ছিল।

সিরিয়াস লুকিং, বিগ ব্যাং থিওরীর শেলডন মার্কা চেহারা। ও যখন ইন্টারমিডিয়েট পড়ে, বাবা রাজশাহী বদলী হয়ে গেলেন। এরপর অনেক বছর আসিফ কে দেখিনি। ও ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ায় ইংলিশে ভর্তি হয়েছে শুনেছিলাম। পাশ করে দেশের এক নামকরা এড ফার্মে জয়েন করেছিল ৪ বছর আগে।

গ্রাজুয়েশন শেষ করার আগেই আমার বিয়ে হয়ে গেল। বিয়ের পর আমি আসিফকে দেখে তো অবাক! কোথায় গেলো সেই লাজুক নার্ড ছেলেটি? ওর মত কনফিডেন্ট, ম্যানলি, রোমান্টিক হাজব্যান্ড পাওয়া যে কোন মেয়ের সাত জনমের ভাগ্য। এইতো গত শুক্রবার সামডাডো থেকে ডিনার করে ফেরার পর সারপ্রাইজ...সারপ্রাইজ...সারপ্রাইজ...এক জোড়া অসম্ভব সুন্দর ডায়মন্ড ইয়ার রিং বের করে চমকে দিল আমাকে। ভীষন মমতায়, দু'চোখ ভরা মুগদ্ধতা নিয়ে পরিয়ে দিল ইয়ার রিং গুলো। আনন্দে তখন আমার দু'চোখ উপচে জল।

ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার এডুকেশন আসিফকে করেছে এক পূর্নাঙ্গ মানুষ, আর পৃথিবীর সবচেয়ে সুখী ওয়াইফ হিসেবে, ফ্রম দ্যা বটম অফ মাই হার্ট, আই জাস্ট ওয়ানা সে... THANK YOU SOUTH ASIA!!! ) শোনা যাচ্ছে এই অ্যাড দেখার পর এলিয়েনরাও নাকি পৃথিবীতে নাইমা আসতেসে এই ভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য। তবে আজকে লেটেস্ট অ্যাডটা দেখার পর আমি পুরাই তব্ধা খাইয়া গেলাম। আর কিছু বলবো না, আপনারাই দেখে নেনঃ এই অ্যাডগুলা দেখার পর যে বিপুল সংখ্যক পোলাপান যে এই ভার্সিটির ফ্যান হয়ে গেছে তা বলাই বাহুল্য। তারা নিজেরাই ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার পক্ষে বিজ্ঞাপন দেয়া স্টার্ট করসে। দেখেন সেইসব ফ্যানদের কিছু ক্রিয়েটিভিটির নমুনাঃ ব্লগার অনুভব আঞ্জুমের তৈরি করা অ্যাডঃ ব্লগার রাজসোহানের তৈরি করা আরো ২টি এপিক পিসঃ সো, আর দেরি কইরেন না।

তাড়াতাড়ি এইখানে ভর্তি হন, মার্সিডিস-মেগান ফক্স-ডায়মন্ড সব নিজের কইরা নেন।  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.