আমাদের কথা খুঁজে নিন

   

একটি লেগুনা এবং আমি

কিছু বলার নাই "আমি শাহীন ভাইয়ের ছোট ভাই.,এই লও...আরে মালিক সমিতির শাহীন ভাই" এই কথা বলে এক ভদ্র লোক(সাদা শার্ট,কালো প্যান্ট,হাতে একটা বাটা ব্যান্ডের শপিং ব্যাগ) লেগুনা(টেম্পু জাতীয় গাড়ী) ওয়ালাকে ১৫ টাকার ভাড়া ১০ টাকা দিল ...আমি শুধু তাকিয়েই রইলাম কি দেখতাছি।৫ টাকার জন্যে কি লুল কামডাই না করলো এইটা হল দ্বিতীয় ঘটনা ১ম টা - একই লেগুনাতে আমি উঠে মাত্র বসছি (শ্যমলিতে বিকাল বেলা অনেক ভীড়) আরেক ভদ্র লোক উঠার জন্যে পা রাখছে তার পিছনে আরেক লোক পা দিয়েই ভদ্র লোকের পকেটে হাত...ভদ্র লোক বুঝেই হাতের খাতা দিয়ে একটা ঝপাত...চোরটা নেমে গেলো।আমি শিউর ছিলাম চোরটা উঠবে না ...আমকে অবাক করে দিয়ে লোকটা মানে চোরটা উঠলো আর বোবাদের মত অভিনয় + ভদ্র লোকের সাথে চিল্লা পাল্লা করতে লাগলো। কিছুক্ষনের মধ্যে সবার ভুল ভাংলো(অন্তত আমার)...লোকটার বেশভূষা গ্রামের লোকদের মত যেন নতুন ঢাকায় আসলো তার হাতে ঘড়ি নাই তবে NOKIA এর খুব দামী মোবাইল মোবাইল আমি মডেলটা বলতে পারব না তবে ১৫০০০ টাকার কম না দাম।সে ও ই মোবাইল দিয়ে আবার NOKIA-OVI তেও ঢুকলো।আরো অবাক হলাম মানিব্যাগ থেকে টাকা বের করে দেয়ার সময়...না না বোবা বলে ভাড়া দিবে না এটা বলছি না ...বলছি তার মানিব্যাগটা দেখে,তার মানিব্যাগে ১০০ ডলার এর একটা নোট(যেখানে মানুষ ফটো রাখে সেখানে গোজা)...!!! কি বলবেন আপনি এদের,সে আবার তার ভাষায় বলছে মিরপুর গিয়ে নাকি ওই ভদ্র লোককে নাকি দেখে নিবে... আমার কিছু বলার নাই শুধু এ টুকুই বলবো "আপনারা আপনাদের পকেট সামলে রাখেন"।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.