আমাদের কথা খুঁজে নিন

   

রাস্তায় মুঠোফোন

কালো আর ধলো বাহিরে কেবল, ভেতরে সবারই সমান রাঙা বাসে পাশাপাশি ঝুলছি আমি আর বেণী চুলে মেয়ে। উঁকি মেরে দেখে ফেলা মুঠোফোনে গোপন বারতা, প্রেমিকের কোমল আকুতি। আর কত অপেক্ষা করি বল? নিষ্ঠুর ছোট্ট জবাব, অস্থির হওয়ার কি আছে! তাই তো! অস্থির হওয়ার কি আছে বলুন? দেশটা থেমে যাক, বন্ধ হোক হাওয়ার চলাচল। সহপথিকের টুঁটি চেপে ধরা সহস্র হাতে তালি বাজলেই ধরে নিন, বিধাতা জাগ্রত হয়েছেন, এইবার বেঁচে যাবে আপনার সচেতন গলা। কবে এই বিধাতা ঘুমুবে কেউ জানেনা। তবু, যতদিন গলাখানা আছে ততদিন চিৎকার হোক তারপর রাস্তায়, গলাকাটা মুন্ডুর ছড়াছড়ি। এরচে’ আপনার নিষ্ঠুর প্রেমিকাই ভালো। লিখে দিন, প্রিয় ডায়ালকৃত নম্বর, বন্ধ থাকলে তোমার স্বর ভীষণ মিষ্টি শোনায়। ইতি, ডায়ালকারী হতভাগা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.