আমাদের কথা খুঁজে নিন

   

রাস্তায় এখন এক কথা, " ভাই, কত পড়ল?"

আপন আলোয় আলোকিত হবার অব্যাহত চেষ্টা তিলোত্তমা নগরী ঢাকা ফাঁকা হতে শুরু করেছে। যারা দেশের বাড়িতে যান তারা হয়ত বাড়িতে পৌছে গেছেন, নয়ত গাড়িতে আছেন। সেই গাড়িগুলো মহাসড়কে ভিড় করছে। সেই সাথে ঢাকাগামী কোরবানি পশুদের গাড়ি তো আছেই। সীমাহীন ঝক্কি পেরিয়ে বাড়ি যান অনেকেই, এবারও যাবেন।

প্রধান সড়কগুলোতে আগের মত গাড়ির চাপ নেই। রাস্তাজুড়ে গরূ আনা নেয়ার দৃশ্য নিয়মিত। সবাই যার যার সাধ্যমত গরু বা খাসী কিনে খুশিমনে বাড়ি ফিরছেন। রাস্তায় এখন," ভাই দাম কত পড়ল" স্লোগান। একজন ৩৭ হাজার টাকায় মোটামুটি মানের গরূ কিনে নিয়ে যাচ্ছেন, অপর পাশ থেকে আরেকজন একই রকম গরূ নিয়ে আসছেন।

তাকে গরূর দাম জিজ্ঞেস করায় জানা গেল তার গরুর দাম ২৯ হাজার। সাথে সাথে ৩৭ হাজার ওয়ালার মুখ পাংশুবর্ণ হয়ে গেল। আরেকজন ১ লাখ ৭৪ হাজার দামের ষাঁড় নিয়ে যাচ্ছেন। সেই ষাঁড় দুইজন মিলেও ধরে রাখতে পারে না এমন অবস্থা। দলনেতা অহংকার ভরে দাম বলাতে ব্যস্ত, বাকি দুইজনের ষাঁড় সামলাতে ব্যস্ত।

আরেক ক্রেতাকে দেখা গেল তার নিজের এবং তার কেনা গরূর উপর অগাধ বিশ্বাস! কারণ তার গরুর সাথে কোন লোককে দেখা গেল না। তিনি নিজেই গরুর দড়ি ধরে নিয়ে যাচ্ছেন। তবে গরূ বড়ই রসিক। সে একবার ফুটপাথে উঠে, যখন মালিক উপরে উঠে তখন আবার সে লাফ দিয়ে রাস্তায় নেমে যায়! বলাই বাহুল্য, সবাই বেশ মজা পাচ্ছিলো। মালিক বাদে।

উনি বিব্রত বোধ করছিলেন। হয়ত তখন মনে মনে চিন্তা করছিলেন, বাড়িতে থাকতে কত গরু কনট্রোল করেছি, ভেবেছিলাম ঢাকায়ও পারব। সাথে কাউকে না আনা বোকামি হয়েছে। আরেক গরুকে দেখা গেল বড়ই রোমান্টিক ! কারণ সে রাস্তায় অন্য গরু দেখামাত্র হাঁটে, নাহলে ঠায় দাঁড়িয়ে থাকে! যেই আরেক গরূ দেখল, অমনি হাঁটা দিল। প্রেম বড়ই আজিব !! যে সব বিক্রেতা হাটে জায়গা পাননি, তারা বিভিন্ন অলি গলিতে ইলেক্ট্রিক খাম্বার নিচে দাঁড়িয়ে গরূ,খাসী বিক্রির চেষ্টা করছেন।

ফলস্বরূপ, রাস্তার গলিগুলো নোংরা হচ্ছে। কে শোনে কার কথা! অনেকে আল্লাহর সন্তুষ্টি লাভের আশা না করে শুধু সারা বছরের জন্য মাংস রিজার্ভ করার জন্য কোরবানি করেন। যেটা ঠিক নয়। কোরবানির মূল উদ্দেশ্য হল, আল্লাহর সন্তুষ্টি অর্জন। আল্লাহ তো বলেই দিয়েছেন, " আমার কাছে কোরবানি পশুর রক্ত, মাংস,চামড়া কিছুই পৌঁছে না, পৌঁছে শুধু তাকওয়া" ।

সুতরাং সঠিক নিয়তে কোরবানি করা জরুরি। সবাইকে ঈদ-উল-আযহার অগ্রিম শুভেচ্ছা। সবাই আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করুন এই শুভকামনা। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.