আমাদের কথা খুঁজে নিন

   

রাস্তায় সাহায্য

আমার ব্যক্তিগত ব্লগ

প্রতিদিন বাড়ি ফেরার সময় একই সমস্যায় পড়ি। কিছু পাইনা...। সি এন জি, কালো ক্যাব কেউ শুধু আমাদের এলাকায় যেতে রাজি হবে এটার জন্য অনেক্ষন দাড়িয়ে থাকতে হয়। রাস্তার লোকজন তাকিয়ে তাকিয়ে আমার অসহায় অবস্থা দেখেন। কেউ কেউ সাহায্য করতে এগিয়ে আসেন।

যেমন: এক রেস্ট্যুরেন্টের গার্ড। সে তার হাতের লাইট দিয়ে জোর করে ক্যাব/সি এন জি দাড় করিয়ে নিয়ে ম্যাডামকে নিয়ে যেতে অনুরোধ করতে থাকে। একদিন দেখলাম একটা পিচ্চি ছেলে, আমার থেকে একটু সামনে দাড়িয়ে সি এন জি খোজার চেস্টা করছে। একটু পর বুঝতে পারলাম, সে এটা করছে আমার জন্য। আমার একটু মায়া লাগল, আহারে আমার জন্য প্রায় রাস্তার মাঝখানে দাড়িয়ে খুজছে..।

কিন্তু বেশ কিছুক্ষন চেষ্টা করেও কিছু না পেয়ে রাস্তার উল্টা দিকে চলে গেল। দেখলাম ব্যাংকের গার্ডকে রিপোর্ট করছে, সে কিছু করতে পারেনি। বুঝলাম, এটা গার্ড সাহেবের দয়া ছিল। ভাবছেন কি এমন ব্যাপার, মহিলা দাড়িয়ে থাকতে দেখে হয়তো লোকজনের দয়া হচ্ছে। নাহ ব্যাপারটা তা না।

উদাহরণ দেই, একদিন আমার বাসায় পৌছতে লাগল ১.৫ ঘন্টা। এর মধ্যে ১ ঘন্টা আমি ফুটপাতে দাড়িয়ে ছিলাম আর .৫ ঘন্টা লেগেছে বাসায় পৌছতে। আপনাদের কারো পরিচিত সি এন জি বা ক্যাব আছে? যেটা প্রতিদিন আমাকে রাত ৮টায় অফিস থেকে বাসায় নিয়ে যাবে? মিটারে যা ওঠে আমি দিব। ফিক্স রেটে গেলেও চলবে...


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.