আমাদের কথা খুঁজে নিন

   

ইসরাইলের নিরাপত্তা রক্ষার ব্যাপারে ওয়াশিংটন আপোষ করবে না : ওবামা

আমি কথা কম কাজ বেশী তে বিশ্বাসী। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ফিলিস্তিনিদের প্রতি তেলআবিবের চরম অমানবিক আচরণ সত্ত্বেও ওয়াশিংটন ইসরাইলের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। যুক্তরাষ্ট্রে ইসরাইলের স্বার্থ সংরক্ষণকারী ইহুদিবাদী লবি গ্রুপ ‘আইপ্যাক’র এক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে রোববার ওবামা আরো বলেছেন, ইসরাইলের নিরাপত্তা রক্ষায় তিনি যে প্রতিশ্রুতিবদ্ধ তা তার গত তিন বছরের শাসনামলে প্রমাণিত হয়েছে এবং এজন্য জোর গলায় কিছু বলার প্রয়োজন নেই। মার্কিন প্রেসিডেন্ট বলেন, “প্রতিটি মুহুর্তে রাস্তার প্রতিটি বাঁকে এবং প্রতিটি সন্ধিক্ষণে আমরা ইসরাইলের হয়ে কাজ করেছি। ” গাজা উপত্যকার ওপর ইসরাইলের ২২ দিনের ভয়াবহ আগ্রাসনের কথা উল্লেখ করে বারাক ওবামা বলেন, ওই আগ্রাসন সম্পর্কে গোলস্টোন রিপোর্ট প্রকাশিত হওয়ার পর যুক্তরাষ্ট্র ইসরাইলকে তীব্র চাপের মুখ থেকে রক্ষা করেছিল।

দক্ষিণ আফ্রিকার বিচারপতি রিচার্ড গোল্ডস্টোনের নেতৃত্বে জাতিসংঘের তদন্ত কমিটি গাজা যুদ্ধের জন্য ইসরাইলকে দায়ি করে বলেছিল, তেলআবিব গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ করেছে। তেলআবিবের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক অতীতে কখনো এত গভীর ছিল না- উল্লেখ করে করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইসরাইলের নিরাপত্তা রক্ষার ব্যাপারে ওয়াশিংটন কোন আপোষ করবে না। তিনি বলেন, “গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজে ইসরাইলি কমান্ডো হামলার পর আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। ইসরাইলকে বর্ণবাদী বলে প্রস্তাব পাশ হওয়ার কারণে আমরা ডারবান সম্মেলন বয়কট করেছি। যেখানেই ইহুদিবাদকে বর্ণবাদ বলা হবে, সেখানেই আমরা তা প্রত্যাখ্যান করবো।

” গাজা অভিমুখী তুর্কী ত্রাণবাহী জাহাজে ইসরাইলি পাশবিক হামলায় নয় ত্রাণকর্মী নিহত হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, “মানবাধিকার কাউন্সিলে যখন ইসরাইল বিরোধী প্রস্তাব আনা হয়, আমরা তার প্রতিবাদ করি। কায়রোয় যখন ইসরাইলি কূটনীতিকদের জীবন বিপন্ন হয়েছিল, তখন আমরা তাদের রক্ষা করেছি। ” মার্কিন প্রেসিডেন্ট আরো স্পষ্ট করে বলেন, “প্রতিটি সঙ্কটাপন্ন মুহুর্তে যুক্তরাষ্ট্র ইসরাইলের পাশে থাকবে। ” যে কোন প্রার্থীকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ইসরাইলপন্থী লবি গ্রুপ ‘আইপ্যাক’র সমর্থন পেতে হয়।

চলতি বছরের শেষভাগে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আইপ্যাকের সমর্থন পাওয়ার লক্ষ্যে বারাক ওবামা শেষ পর্যন্ত ইসরাইলের সব মানবতা বিরোধী ততপরতার প্রতি তার দেশের সমর্থনের কথা অকপটে স্বীকার করলেন। সন্ত্রাসের অপর নাম মার্কিন-ইসরায়েল। ট্রাইব্যুনাল গঠন করে এইগুলারও বিচার করা দরকার। আর ইসলাম বিরোধী গুনী জনরা কই? ইসলাম-ই নাকি সন্ত্রাসের জন্ম দেয়?? মহানবী (সা) এর দাদা আব্দুল্লাহ মোত্তালিব-এর মত বলতে হয়, ইসলাম, কোরান আর দুই কেবলা (কাবা এবং বাইতুল মুকাদ্দাস)-এর মালিক স্বয়ং আল্লাহ রব্বুল আলামীন। সুতরাং এগুলো রক্ষার মালিক-ও তিনি।

একদিন উড়িবে পতাকা কালেমা-র ছড়িবে জয়গান লা ইলাহা ইল্লাল্লাহ-র View this link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.