আমাদের কথা খুঁজে নিন

   

ফুটপাতে মোটরসাইকেল এবং তারপর.......

শিক্ষানবিশ বলছি পিপ্..... পিপ্.....পিপ্....আমি প্রথমে কোন আমল দিলাম না। আবার পিপ্...পিপ্....পিপ্. . এবার আমি পিছনে তাকালাম । একজন ভদ্রলোক একা এক মোটর সাইকেলে পিছনে অফিসিয়াল ব্যাগ বেধে মাথায় হেলমেট লাগিয়ে এই কাজটি করছেন । আমার কাছাকাছি আসতেই ধমকের স্বরে বললেন , " বার বার হর্ন বাজাচি্ছ কানে যাচ্ছে না ? " এবার আমার পালা, .... বললাম , " আমিতো আমার জায়গায় ঠিকই আছি, আপনি আপনার জায়গায় যান তাহলে আপনাকে কষ্ট করে হর্ন বাজাতে হবে না । " উনি কিছুটা চটে গেলেন এবং বললেন," আবার কথা বলেন ?" আমি সোজা মোটর বাইকের সামনে দাঁড়িয়ে গেলাম এবং বললাম ,." আপনি এখনই ফুটপাত ছেড়ে রাস্তায় নামেন এবং পথচারীদের শান্তিতে হাটতে দিন " আমার কথায় ব্যাটা মনে হয় একটু ভাব নিতে চেয়েছিলেন কিন্তু এরই মাঝে আমি অন্য পথচারীদের সমর্থন পেয়ে গেছি ।

ঝগড়া বেশ জমে উঠল । ধীরে ধীরে ছোটখাটো একটা জটলা বেধে গেল । প্রথমে একটু খারাপ লাগলেও পরে বুঝলাম প্রতিবাদটা করা বরং ভালোই হয়েছে । দেখলাম পরিস্থিতি বেগতিক দেখে বাকিরাও মুল রাস্তায় ফিরে গেছে এবং ঐ ভদ্রলোককেও মুল রাস্তায় ফিরে যেতে হলো । কিন্তু বেশীর ভাগ ক্ষেত্রেই এমন পরিস্থিতি হয় না এবং পথচারীদের দুর্ভোগের শেষ থাকেনা ।

আজ বানিটো.কম এ দেখলাম ৩০ দিনের মধ্যে ফুটওভারব্রিজের দু’পাশে থাকা সকল বিলবোর্ড অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে ফুটপাত দিয়ে মোটরসাইকেল চলাচলের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছারা ঢাকায় কি পরিমাণ ফুটপাত, ফুটওভারব্রিজ, জেব্রাক্রসিং রয়েছে তা জানাতে হবে ঢাকা সিটি করপোরেশনকে। আগামী ১০ এপ্রিল এসব বিষয়ে প্রতিবেদন দাখিল করতে হবে আদালতে। এখন বাস্তবতা কি দাঁড়ায় তাই হলো দেখার মুল বিষয় ।

তবে আমার একটা অনুরোধ মোটর সাইকেল ওয়ালা ভাই-বোনদের কাছে । আপনারা দয়া করে মুল রাস্তা ফেলে ছোট্ট ফুটপাতে এসে আরাম খুঁজার চেষ্টা করবেন না । অন্যান্য অধিকারের মতো এটাও সাধারণ মানুষের জন্য একটা অধিকার । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.