আমাদের কথা খুঁজে নিন

   

ফুটপাতে মোটরসাইকেল: এগারো নাম্বার বাস যাবে কোথায়???

সকল অন্ধকারের হোক অবসান

মগবাজার মোড়ের আগে এক পঙ্গু লোক। অনেকেই দেখেছেন তাকে। প্লাস্টিকের খেলনা, লাইটার, বাতিওলা বল, টর্চ বিভিন্ন জিনিস ফেরি করেন তিনি। গতকাল সন্ধার ঘটনা। রিক্সায় বসে আছি।

বিখ্যাত মগবাজারের জামে। ঐ লোক টর্চ কাম লাইটার বিক্রি করছে। এক পা নেই। দুই বাহুতে ক্রাচ। তাতে ভর দিয়েই চলছে বিকিকিনি।

একটা বল বিক্রি করে বেচারা ফটুপাতে উঠেছে। সামনে কোথাও যাচ্ছেন। ফুটপাতে আরো অনেকেই হাঁটছেন। কিন্তু জাম এড়াতে দুই তিনটা মোটর সাইকেল উঠে পড়লো ফুটপাতে। সামনের মোটর সাইকেল আরোহী হর্ন বাজানো শুরু করলো।

বেচারা পঙ্গু ফেরীওলা তাড়াতাড়ি সরতেও পারছে না। ঘটনা দেখে মেজাজ খারাপ হলো। আরে ভাই ফুটপাত মানুষের জন্য। সেখানে মোটর সাইকেল নিয়ে উঠে একটা অন্যায় করেছেন তার ওপর আবার হর্ন দিচ্ছেন??? মনে পড়ছে আরেকদিনের ঘটনা। সোনার গাঁ হোটেল থেকে ফার্মগেটের ফুটপাত।

কুকার্স সেভেন পেরিয়ে সামনে গেছি। রাস্তায় দারুণ যানজট। এক মোটর সাইকেল উঠে গেলো। আরোহী তিনজন। সমানে হর্ন দিয়ে যাচ্ছে।

আমি সরছি না। এরপর জোর করেই তারা সাইড নিয়ে সামনে চলে গেলো। আমি চিৎকার করলাম- ফুটপাত তো হাঁটার জন্য। সাইকেল আরোহীদের একজন এমন কটমট করে তাকালো, যেন আমি মহা অন্যায় কিছু বলে ফেলেছি। এই হচ্ছে অবস্থা!!! ভাই যাদের মোটর সাইকেল আছে, তাদের বলছি, রাস্তায় জাম থাকে সত্যি কিন্তু তারমানে কি এই- ফুটপাতে উঠে সমানে হর্ন বাজাতে থাকবেন? পথচারীরা যাবে কোথায়??? বিষয়টি বিবেচনা করবেন।

(বি.দ্র. এগারো নাম্বার বাস মানে মানুষ। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.