আমাদের কথা খুঁজে নিন

   

ঋণের কাগজ

পুরান আমি নব ভাবনায় বিভোর.. জন্মাবধি আমার বুক পকেটে ঋণের কাগজ একখানা। প্রেরক বাংলাদেশ ... বুক পকেটে কাগজ একখানা প্রেরক বাংলাদেশ ... জন্মাবধি প্রেরক বাংলাদেশ ... মাতৃগর্ভ ও মাতৃভুমির ঋণ খেলাপি আমি , এই মাটির সকালের শিশির ভেজা ঘাসের লিকলিকে ডগার কাছে আমি ঋনি । এই মাটির গহীন নৈশব্দের কুলকুল ধ্বনির কাছে আমি ঋণি । এই মাটির মিহি সুতার কারুকাজ মন্ডিত নকশিকাথার কাছে আমি ঋনি । এই মাটির নিঃসীম অন্ধকার রাতে গাছের পাতার ফাকে চাঁদের আলোর কাছে আমি ঋনি ।

এই মাটির শালুক শাপলায় শোভিত চৌকা আর ঝিলের কাছে আমি ঋনি । এই মাটির সুর্যপরা বিকেলে গ্রাম্য বালকের দূর্জেয় সাতারের কাছে আমি ঋনি । এই মাটির অবারিত ফসলের মাঠের শিল্পী আর পোশাক শ্রমিকের ঘামের কাছে আমি ঋনি । এই মাটির লাঙ্গল, সুই, রিক্সার হ্যান্ডেল, মুখোরিত যৌবনের কাছে আমি ঋনি । বুক পকেটে এক খানা ঋনের কাগজ আমার... আর ঋন খেলাপি আমি...।

জাহাঙ্গীরগেট, ঢাকা সন্ধ্যে ৭.৫০টা ০৭/ ১২/ ২০১০ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।