আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েরা যখন ছেলেদের ‘ব্যবহার’ করে..... অথবা অন্য কোনো গল্প (সত্য ঘটনা অবলম্বনে)পুন: পোষ্ট: (বর্তমান অবস্থা) মেয়েরা যখন ছেলেদের ‘ব্যবহার’ করে..... অথবা অন্য কোনো গল্প (সত্য ঘটনা অবলম্বনে)

মুক্তমত প্রকাশের প্লাটফর্ম ব্লগ। তাই ব্লগে বসতে ভা্ল লাগে....। ছেলেটি মেয়েটিকে খুব ভালবাসে। মেয়েটিও বাসে। কোনো এক চাকরির সুবাদে তাদের পরিচয়।

মেয়েটির বাসা পুরান ঢাকায়। তাই অনেকটা হেসে-খেলে, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বেড়াতে পছন্দ করে। চাকরি করা তার শখ না হলেও ঘরে থাকতে সে রাজী নয়। আগে থেকেই ছোট-খাট ব্যবসার করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সবচেয়ে বড় কথা, মেয়েটি অত্যন্ত রূপবতী।

ছেলেটির বাড়ি ঢাকার বাইরে। মোটামুটি অবস্থা সম্পন্ন চাকরি করে। বেতনও ভালো। কিন্তু এই বেতন কাঠামো মেয়েটির পছন্দ না। এক পর্যায়ে তাদের মধ্যে বিরাট দূরত্ব আসে।

বিশেষ করে যখন, তাদের বিয়ের প্রসঙ্গটা আসে। মেয়েটি ছেলেটিকে প্রেসার দেয়, বিয়ে করতে হলে ওকে খুব বদলাতে হবে, অবস্থার পরিবর্তন করতে হবে। এমনকি তা খুব অল্প সময়ের মধ্যে। ছেলেটির এই অবস্থান এবং ঢাকার বাইরে বাড়ি- এ নিয়ে মেয়েটির ঘোরতার আপত্তি। এই দূরত্ব এমন পর্যায়ে পৌঁছায় যে, তাদের মধ্যে যাবতীয় যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এর মধ্যে মেয়েটির অন্য জায়গায় বিয়ে ঠিক হয়। ছেলের অবস্থা খুবই ভালো। নিজেও খুব প্রতিষ্ঠিত। মেয়েটির বাসার পছন্দ করা ছেলে। মেয়েটিও এই ছেলেকে খুব পছন্দ করে।

তার সাথে মেলামেশা করা শুরু হয়। ছেলেটির গাড়ি-বাড়ি-টাকা খরচ করা সে খুব পছন্দ করে। এর মাঝে আগের ছেলেটি তার কাছে কিছু-ই না বলে তাঁর মনে হয়। এর মধ্যে আগের ছেলেটি ফোন করে মেয়েটিকে। মেয়েটি মোটামুুটি অপমান করেই-ফোন করতে না করে দেয়।

তবে এর মধ্যে ছেলেটি তাকে অনেক হেল্প করে। মোট কথা যখনই কোনো কাজে সাহায্য দরকার হয়, ছেলেটির সাহায্য চায় এবং পায়। প্রতিটি ক্ষেত্রে মেয়েটিই ছেলেটিকে ফোন করে বলে এটা করতে পারবা? ওটা করে দিতে পারবা? ইত্য্যাদি। আগের ছেলের সাথে যোগাযোগ, সর্ম্পক বন্ধ রেখে হবু বরের সাথে মেলামেশা করতে থাকে। কিন্তু বাসার ঠিক করা এই ছেলেটির সাথে মিশতে মিশতে সে দেখে এই ছেলে অনেক বেশি বৈষয়িক এবং ব্যস্ত।

যা ধীরে ধীরে মেয়েটিকে বোর করে। সে আবার আগের ছেলেটির সাথে যোগাযোগ শুরু করে। দেখা করতে বলে। ফোন করে। মেসেজ পাঠায়।

ছেলেটি সবকিছুতে সায় দেয়। তবে আগের মতো না। কোথায় যেন একটা টান-নাই টান-নাই ভাব কাজ করে। মেয়েটি দেখা করতে বললে রাজী হয়, আবার মেয়েটি না করে দিলে কিছু বলে না। কোনোদিন এমন হয়, একবার বলল, দেখা করবে, ছেলেটি রাজী হলো, রওয়ানা দিল।

কিন্তু মেয়েটি বলল, আজ না। অন্যদিন দেখা করবো। আজ কাজ আছে। দেখা গেল কিছুক্ষন পর আবার কল করে। দেখা করতে বলে।

ছেলেটা আবারও রাজী হয়। আবার সামান্য সময়ের অজুহাত দিয়ে দেখা করে না। এভাবে চলতে থাকে। এখনো চলছে......। বাসার ঠিক করা ছেলেটি এর কিছুই জানে না।

এই গল্পের বা পরিস্থিতির আসল সমাধান আমার অজানা। সামুর কোনো বন্ধুর জানা থাকলে শেয়ার করতে পারেন...,,,,,,,,,,, এতদিন এই পর্যন্ত ছিল গল্প। বর্তমানে সেই মেয়েটি বিয়ের পিড়িতে বসেছে...। এতটুকুই লিখতে ইচ্ছে করলো। বাকীটা যে যার মতো করে ভেবে নিবেন.....  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।