আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েরা আসলে কী চায়?

One of the things I keep learning is that the secret of being happy is doing things for other people.

অনন্য সুন্দর রাজপুত্র আর্থার পথ হারিয়ে দিশেহারা হয়ে বনের মাঝে ঘুরছে। আপন প্রাসাদে ফিরে যাবার বুঝি আর কোনো উপায় নেই। হঠাত সামনে হাজির দলবল সহ অন্য রাজ্যের মোনার্ক। রাজপুত্র বন্দী হলো। মোনার্ক বললেন-এক শর্তে আমি তোমাকে মুক্তি দিতে পারি- যদি তুমি বলতে পারো "মেয়েরা আসলে কী চায়"? আর যদি না পারো ,তবে নিশ্চিত মৃত্যু।

আর্থার চিন্তায় অস্থির। এক দিকে জীবন,সুন্দর পৃথিবী,মা-বাবা,মায়া-মমতা, আর অন্যদিকে প্রশ্নের জবাব। এ বড় কঠিন প্রশ্ন। মহাজ্ঞানি,পন্ডিত যার জবাব দিতে হিমশিম খেয়েছেন,ছোট আর্থার কিভাবে তার উত্তর পাবে। আর্থার এক বছর সময় নিয়ে নিজ রাজ্যে ফিরলেন।

দিন যায়,মাস যায় জবাব মিলেনা। রাজপুত্র কথা দিয়ে এসেছেন। কথারতো আর খেলাফ হতে পারেনা। মৃত্যু বুঝি ঘনিয়ে এলো। আর মাত্র ১ দিন বাকি।

সবাই আর্থারকে পরামর্শ দিলেন-বৃদ্ধা ডাইনীর কাছে জিজ্ঞাসা করার জন্য। যে সব কিছুই জানে। ডাইনী বললেন -একটি শর্তে আমি এর জবাব দিতে পারি। যদি তোমাদের রাজ্যের সবচেয়ে সুদর্শন ছেলেটির সাথে আমার বিয়ে হয়। সবাই চমকে ওঠলেন।

এও কি সম্ভব। থুথুরে বুড়ি,মুখে শুধু ১ টি দাঁত,মাথায় চুল নেই। ত্বক খসে পড়ছে। তারপরও সবাই রাজি হলেন প্রিন্সের জীবন বাচাঁতে। বুড়ী বললেন-"মেয়েরা নিজের জীবনের কর্তৃত্ব নিজেই রাখতে চায়।

"আর চায় তার প্রতি শ্রদ্ধা। " মোনার্ক খুশী হয়ে আর্থারকে মুক্তি দিলেন। এদিকে সুদর্শন যুবা-বাসর রাতে ঘরে গিয়ে দেখেন-এক অনিন্দ্য সুন্দর,রুপসী বধু বিছানায় শায়িত। যুবা বললেন-এ কিভাবে হলো। রুপসী বললেন-আমি সেই ডাইনী।

আমার দুটি চয়েস আছে। ১। সারাদিন আমি ডাইনি হয়ে থাকবো , অথবা ২। সারারাত আমি তন্মী,তরুনী,অপরুপা হয়ে থাকবো। এর যে কোনো একটি তুমি গ্রহন করতে পারো।

যুবক পড়লেন ভারী সমস্যায়। সারারাত সুন্দরীর সাহচর্য পাওয়া যাবে,আর দিনের বেলায় সবাই বলবে ডাইনীর সাথে সংসার। আর দিনের বেলায় যদি পরী হয়ে থাকে,রাতভর ডাইনীর সাথে ঘর। কি আজিব কান্ড কি করা যায়? পাঠক আপনি যদি ছেলে হন,তাহলে কী করতেন?আর আপনি যদি মেয়ে হন , তাহলে কী করতেন? মেয়েরা আসলে কী চায় -এর উত্তর কিন্তু এখনো শেষ হয়নি। প্লিজ মনে মনে আপনার জবাব রেডি করুন।

তারপর স্ক্রোল ডাউন করুন / । । ..। .। ।

..। .। । । ..।

.। । ..। .। ।

..। .। । ..। .।

। । ..। .। যুবা বল্লেন- আমার বলার কিছু নেই।

তোমার জীবন,তুমিই বেঁচে নাও। আমি তোমাকে পরিপূর্ন স্বাধীনতা দিলাম। যুবা রাতভর সুন্দরী রমনীর সাথে ঘর করলেন। দিনের বেলায় ও কোনো পরিবর্তন নেই। যুবা তো হতবাক,কী ব্যাপার ।

জিজ্ঞাসা করলেন-কী হলো ,তুমি ডাইনী হচ্ছোনা কেন? বধু বললো- আমি সারাজীবন এরকমই অপরুপা হয়ে থাকবো। আমি তোমাকে পরীক্ষা করেছিলাম। আমার জীবনের কর্তৃত্ব তুমি আমাকেই দিয়েছো। আমার পছন্দের প্রতি শ্রদ্ধা করছো আর আমার জীবন কেমন হবে তা নিজের ওপর তুলে নাওনি। গল্পের মোরাল দেখার জন্য নীচে নামুন- ।

..। .। । । ..।

.। । । ..। .।

। ;;;;;;; ;;;;;; ;;;;;; ;;;; ;;;;;; (মোরালঃ মেয়েদের যদি তার নিজের মতো করে চলতে না দেয়া হয়, তাহলে সব বড় বেশী কদর্য হবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।