আমাদের কথা খুঁজে নিন

   

পিডিএফ (PDF) ফাইলে বাংলা লেখা ও দেখার সমাধান। অবশ্যই কাজে লাগবে।

ভালোবাসার কথা অনেক সময় পিডিএফ ফাইলে বাংলা লেখা থাকলে সেই বাংলা কম্পিউটারে ইন্সটল করা না থাকলে দেখা যায় না। আর আপনি যদি না জানেন পিডিএফ ফাইলটিতে কি ফন্ট আছে তাহলে তো আরো বিপত্তি। তাই আজ আমি আপনাদেরকে কিছু টেকনিক শিখিয়ে দেব যাতে আপনার বাংলা ফাইল অন্য কম্পিউটারে নিলেও ভালো ভাবে বাংলা দেখা যায়। টেকনিক - ১। আপনি যদি ফাইল প্রস্তুতকারক হন।

আপনার তৈরি ফাইলটি Adobe Acrobat Reader দিয়ে অন করে এর টেক্সট লাইনগুলো সিলেক্ট করুন। Tools>Advanced Editing>TouchUp Object Tool এ গিয়ে TouchUp Tool টি এক্টিভ করুন। এই টুল দিয়ে আপনার বাংলা ফন্ট এ লেখা লাইন গুলো সিলেক্ট করুন। তার উপর মাউস এর ডান দিকের বাটনে ক্লিক করুন। তারপর Properties এ যান।

নিচের ছবি লক্ষ্য করুন। Text ট্যাবে ক্লিক করুন। আপনি যে ফন্ট দিয়ে ফাইল টি তৈরি করেছেন Font লিস্ট থেকে সেই Font টি সিলেক্ট করে দিন। তারপর নিচের Embed চেক করে দিন। ব্যাস হয়ে গেল আপনার ফন্ট এম্বেড করা।

এভাবে যে যে ফন্ট দিয়ে আপনি লিখবেন তা সিলেক্ট করে নিদৃষ্ট ফন্ট টি এম্বেড করে দিন। সব শেষে আপনার ফাইলটি Save করুন। টেকনিক - ২। আপনি যদি ফাইল রিডার হন। পিডিএফ ফাইল এ বাংলা দেখা যাচ্ছে না।

তবে Arcobat Reader 6 দিয়ে ফিলেটি ওপেন করে File মেনুতে যান। Document Properties (Ctrl+D) তে ক্লিক করুন। বাম পাশের প্যান থেকে Font এ ক্লিক করুন। এখানে দেখতে পারবেন ফাইল টি তে কি কি ফন্ট আছে। সেই ফন্ট গুলো (বহুল ব্যবহৃত বাংলা ফন্ট ) আপনি কপি করে “Windows\Fonts” ফোল্ডারে পেষ্ট করে দিন।

এবং Adobe Acrobat Reader টি একবার বন্ধ করে আবার অন করুন। এবার আপনি ক্লিয়ার বাংলা লেখা দেখতে পারবেন। আপনার কাছে বাংলা ফন্ট না থাকলে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন। বহুল ব্যবহৃত বাংলা ফন্ট ডাউনলোড ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.