আমাদের কথা খুঁজে নিন

   

বাংগালী জাতির অকৃত্রিম অভিভাবক মওলানা ভাসানী ৩

পূর্ব-বংগ হতে আগত দরিদ্র বাংগালী কৃষক ( হিন্দু এবং মুসলিম) কঠোর পরিশ্রম করে অনাবাদী জমিতে ফসল ফলিয়ে অর্থনীতির উন্নতি করে ফেললো।তাই শুরুতে আসামের বাবুরা তাদের ভালভাবে নিলেও অচিরেই বিবাদ শুরু হলো। প্রথমতঃ এসকল আগত বাংগালীরা ছিল মূলতঃ মুসলিম এবং নিম্ন বর্ণের হিন্দু । তাই বাবুরা আশংকিত হলেন যে এরা সংখ্যা গরিষ্ঠ হয়ে গেলে তাদের প্রভাব- প্রতিপত্তি ক্ষুণ্ণ হতে পারে; দ্বিতীয়তঃ মুসলিমদের গরুর মাংস খাওয়াকে বাবুরা একেবারেই সহ্য করতে পারলেন না। তারা এমন নিয়ম চালু করলেন যে, যে গরু খাবে সে জমি হারাবে। কিন্তু বাংগালীরা যেহেতু বাবুদের এ সকল নিয়ম মেনে নিতে রাজী ছিল না তা ই তাদের উপর অত্যাচার শুরু হলো ।তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেয়া হলো -হাতি দিয়ে মাড়িয়ে তাদের ক্ষেতের ফসল নষ্ট করে দেয়া হলো।আসামে বাংগালীদের এই দূর্দশার সময় তাদের পাশে ছিলেন মওলানা ভাসানী । আর এজন্য ১৯৩৫ সালে ভাসানীকে গ্রেফতার করে জেলে ঢোকানো হলো অথচ তিনি তখন আসামের কংগ্রেস নেতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।