আমাদের কথা খুঁজে নিন

   

বাংগালী না বাংলাদেশী

মমমমমম

অনেক দিন কিছু লেখি না, আজ একরকম জোর করেই লিখতে বসেছি। বাংলাদেশের বরতমান পেক্ষাপটে নানা সমস্যা নিয়ে আলোচনা করা সম্ভব। কিন্তু আমি ওসব কোন বিষয়ে আলোকপাত করব না। আমি নিজেও ব্যাপারটা নিয়ে দারুন কনফিউজড। সেটা হল আমি বংলাদেশী না বাংগালী।

মানুষের পরিচয় তার দেশ দিয়ে, মানুষের পরিচয় তার নিরিতাত্তিক ভাবে হতে পারে না। বাংলাদেশের সকল মানুষ বংলাদেশী হবে এটাই হওয়া উচিত। এবং তা ছিল ও কিন্তু এখন বাইরে নিজের পরিচয় দিতে গেলে বলা লাগে আমি বাংগালী, নাগরিক হিসাবে বাংলাদেশী এটা কি কোন কথা হল যে কাজ আগে এক কথায় হয়ে যেত তা এখন ৩ কথা বলা লাগছে। কেবল তাই না আমরা নিজেদের বাংগালী বলে নানা সমস্যার জন্ম দিয়ে চলেছি । আমাদের দেশে নানা জাতের ধর্মের মানুষ বসবাস করে, পাহাড়ে যারা বসবাস করে তাদের নিজেদের ধর্ম ও ন্রিরিতাত্তিক পরিচয় আলাদা আলাদা।

তারা কি কখন ও নিজেদের বাংগালী বলে পরিচয় দিবে ? দিবে না। তাহলে কেন আমাদের বাংগালী হতে হবে। আমি যদি নিজেকে বাংলাদেসী বলে পরিচয় প্রদান করি তাহলে আমার জাত পাত লাগল না। হ্যা হতে পারে পশ্চিম বাংলা ও আসামে বাংলা ভাষা ভাষী মানুষ আছে তাই বলে আমাদের ও দেশের পরিচয় কে ছোট করে তাদের সাথে জাত মিলিয়ে আজ কেন বলে বেড়াতে হবে আমি বাংগালী, আমি বাংলাদেসী বাংগাল। এর উত্তর কেউ দিতে পারবে না।

যুক্তি তর্কের খাতিরে অনেক কথা বলা যায় কিন্তূ সত্য কে দূরে রাখা যায় না। কি কারনে আজ বাংগাল পরিচয় নিয়ে বেড়াতে হয় তা আমরা বুঝি কিন্তু বলতে চাই না। আজ এটা এমন একটা ইস্যু হ্যে গেছে যে আজ আমি নিজেকে বাংলাদেসী বলে দাবি করলে আমাকে বলা হয় তুই জামাত-শিবির, এবং আমি বাংগালী বললে আমি মুক্তি যুদ্ধের পক্ষের লোক বা কি দারুন আমাদের দেশ। আজ বিপরীত মতামত প্রকাশ করা যেন ফাসির মত অপরাধ।
যদি আধুনিক রাষ্ট্র গুলোর দিকে তাকাই তাহলে দেখব যে তারা দেশের নামেই পরিচিত, জার্মান ও অস্ট্রিয়ার ভাষা, সভ্যতা সব এক হবার পরেও কিন্তু এরা কেউ জার্মান কেউ অস্ট্রিয়ান, রাশিয়া ও বেলারুশ, এমন কি ইউরোপের ও মধ্য এশিয়ার অনেক রাষ্ট্র যারা কেউ বা সভিয়েত ইউনিয়ন ভেংগে বা যুগোস্লাভিয়া ভেঙ্গে জন্ম নিয়েছে তারা প্রত্যেকে নিজেদের দেশ ও ভুমির নামে নিজেদের নাগরিকদের পরিচিত করেছে কেউ জাতি তত্তকে সামনে আনেনি।

তাহলে আমাদের কেন বাংলাদেশী বাংগালী হতে হবে। আমরা যাদের প্রভাবে এটা করেছি তারাও তাদের দেশে এটা করে না। ভারতে হাজার প্রকারের ধর্মের ও জাতের মানুষ বসবাস করার পরও সবাই বলে আমরা ভারতীয় বা ইন্ডিয়ান। কলকাতার মানুষ ও বলে না যে আমরা ভারতীয় বাংগালী বলে আমরা ভারতীয়। আর আমরা ভারতের গোলামি করার জন্য পশ্চিম বঙ্গের সাথে মিলিয়ে এখন বাংলাদেসী বাংগাল সেজে বসেছি।


আমি বাংলাদেশী এটা আমার জাতীয়তাবাদের কথা। আমি যদি আমার ভুমিকে ভালবাসতে না পারি তাহলে আমার মধ্য আসবে না কোন জাতীয়তাবাদ। আর প্রত্যেক জাতির উন্নতির মুলে হয়েছে তাদের প্রচন্ড জাতীয়তাবাদ । জাতীয়তাবাদ দেশপ্রেমের অন্যন এক রুপ। আজ জার্মান, ইংল্যান্ড , আমেরিকা, জাপান চায়না উন্নত কারন ওরা ওদের জাতীয়তাবাদে চরম ভাবে বিশবাস করে এবং ওরা মনে করে আমার ভুমির সবাই এক এখানে কোন জাতি গত ভেদাভেদ থাকবে না।

যদিও তাদের সমস্যা এখন ও সব দূর হয়ে যায় নি । তারপর ও তারা উন্নতির পথে এগিয়ে চলেছে। এখন ভারতীয় ক্রিকেট টিম কে বলা হয় টিম ইন্ডিয়া, তাহলে কি দেখা যাচ্ছে আমরা কেবল ভুতের মত পেছনে হেটে চলেছি।
আমরা আজকাল কথায় কথায় বলি আমাদের ফিরে যেতে হবে ৭২ এর সংবিধানে। কিন্তু কেন ? ৭২ সালে যারা ছিল তারা কি সবাই ফেরেশতা না মহাজ্ঞানী যে তাদের কথাকে বাইবেল ও কোরান মনে করে বার বার এটা কাটাছেড়া করতে হবে।

এখন পর্যন্ত কেউ বাস্তব ধর্মী ও আধুনিক সংবিধান দিতে পারল না। এরা এসে ওদেরটা ওরা এসে এদেরটা বাদ দেয়।
আমি বলতে চাই আমি বাংলাদেশী এর সাথে কোন কিছু যোগ বি্যোগ না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।