আমাদের কথা খুঁজে নিন

   

হুজুগে বাংগালী

ফ্রম দ্যা হার্ট অফ ডার্কনেস

বেশকিছুদিন পর সামু ব্লগ আবার সরগরম। রনি কলকাতা নামক এক ইম্ম্যাচিউর ব্লগার এক ইস্টুপিড মন্তব্য করেছে। তাকে ব্যান করাতে ব্লগাররা যেভাবে একের পর এক পোষ্ট ছাড়ছেন তাতে মনে হচ্ছে "এ যেন মশা মারতে কামানদাগা"। রনির আত্মম্ভরি মন্তব্য আপত্তিকর। তবে সেই মন্তব্যে একটা তথ্য ঠিক আছে টাটা-আম্বানী গ্রুপের মোট সম্পদের পরিমান বাংলাদেশের জিডিপির প্রায় কাছাকাছিই হবে।

সেটা অবশ্য কোন ভারতীয়দেরকেই এমন অপমানজনক মন্তব্য করার অধিকার দেয়না। তবে রনিকে ব্যান করতে আমরা ব্লগে যে একাট্টা জাতিয়তাবোধের পরিচয় দিচ্ছি, বাস্তবে যদি তার শতাংশ দেখাতে পারতাম, তাইলে রনির এমন মন্তব্য করার সাহসই হইতো না। স্বাধীনতার ৩৮ বছর পরেও আমরা স্বতন্ত্র এবং উন্নততর কোন জাতিসত্তা, সংস্কৃতি, রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে পারিনি। কেবল অপারেটর "আলজাজিরা" কিংবা এ"কুশে টিভি" দেখায় না, কিন্তু রাশি রাশি ভারতীয় টিভি চ্যানেল ঠিকই চলে। এক সময় বলা হতো "What Bengal thinks today, India thinks tomorrow"? এখন সেটা হবে "What India broadcasts today, Bengal copies tomorrow". বাংলাদেশি টিভিচ্যানেলগুলোতে ভারতীয় উৎকট প্রোগ্রামের জ্বলজ্যান্ত ছাপ।

কোন কোন চ্যানেলতো এককাঠি বাড়া সরাসরি হিন্দী প্রোগ্রাম প্রচার করে। ডজন ডজন ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান আন্তজার্তিক ফোরামে নাম কুড়ায়, আর আমরা তাদের সমতুল্য একটা শিক্ষাপ্রতিষ্ঠান আজও দাঁড় করাতে পারিনাই। ভারতীয় রেল ব্যবস্থাপনা সুনাম নামীদামী ইউনিতে অধ্যয়নের বিষয় হয় আর আমাদের রেলগাড়ীতে নোংরা আর দুর্গন্ধে ভ্রমনই দায় হয়ে দাঁড়ায়। এমন অসংখ্যা উদাহরণ দেয়া যায়। তাতে শুধু পোষ্টের দৈর্ঘই বাড়বে।

ব্লগে ভারতবিরোধী অগ্নিবাণ ছাড়ার পরিবর্তে নিজেদের ঘরদোর ঠিক রাখাটা, উন্নয়নের চেষ্টা আরো প্রয়োজনীয় । রনির কলকাতার বক্তব্যের প্রতিবাদ অবশ্যই কাম্য। কিন্তু তাকে নিয়ে সবাই যখন হিস্ট্রিরায় আক্রান্ত হয়, ব্যান করানোর জন্য মাতম শুরু হয়, সেটা অনেকটা অক্ষমোর আস্ফালনের মতো দেখায়। তাতে আমাদের দুর্বলতায় ধরা পরে। গতকালের ঘটনা।

আমার জেলাশহরের বন্ধুরা "মাল" খাবে। বারে গিয়ে খাওয়ার চেয়ে হিলি থেকে ইন্ডিয়ান মাল আনানো অনেক সস্তা। সেই মাল খেয়েই তাদের ভারতবিরোধি বক্তব্যে অগ্নিস্ফুলিংগে "আড্ডা" গনগনে হয়ে উঠলো। .....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।