আমাদের কথা খুঁজে নিন

   

অন্তর্জালের কয়েকজন নায়কেরা

অন্তর্জাল বা ইন্টারনেট এক দিনে আজকের অবস্থানে আসেনি। দিনের পর দিন কিছু মানুষের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের নিত্যদিনের ব্যবহৃত এই ইনফরমেশন টেকনোলজি। চলুন জেনে নেই কিছু মানুষের কথা যাদের অবদান ইন্টারনেট ইতিহাসে উজ্জ্বল তারার মত জ্বলজ্বল করে জ্বলছে Claude Shannon Claude Shannon,যাকে বলা হয় “the father of modern information theory,” ১৯৪৮ সালে তিনি প্রকাশ করেন তার অমর কীর্তি “A Mathematical Theory of Communication,” যেখানে তিনি communication channels সম্পর্কে বিষদ বর্ণনা করেন। আর সেখান থেকেই শুরু হয় ইন্টারনেট ব্যবস্থার উন্নয়নের প্রথম ভিত্তি । Paul Baran RAND Corporation এর গবেষক Paul Baran ১৯৫৯ সালে প্রকাশ করেন packet-switched কমিউনিকেশন নেটওয়ার্কের নির্মাণ কৌশল।

তিনি “On Distributed Communications,” নামের ঐ গবেষণা পত্রে বিষয়টার বিস্তারিত বর্ণনা করেন। Bob Taylor ১৯৬০ সালের শেষের দিকে Bob Taylor ডিফেন্স ডিপার্টমেন্ট কে রাজী করিয়ে একটি কমিউনিকেশন নেটওয়ার্ক তৈরি করেন সামরিক বাহিনীর জন্য যা ARPANet নামে পরিচিত, তিনি “The Computer as a Communication Device,” নামের গবেষণা পত্র প্রকাশ করেন যা ইন্টারনেট জগতের নতুন যুগের সুচনা করে। Douglas Englebart ১৯৬৯ সালের অক্টোবরে Stanford এর Englebart’s Augmentation Research Center দ্বিতীয় যুগের সূচনা করে ARPANet এর। Douglas Englebart গড়ে তোলেন একটি Network Information Center ,সেটাই পরে পরিণত হয় ডোমেইন নেম রেজিস্ট্রি বা ইন্টারনেট এর সব ওয়েবসাইটের ডাটাবেস । মাউসের উদ্ভাবকও তিনি।

Larry Roberts ARPA’s Information Processing Techniques Office এর প্রধান গবেষক Larry Roberts তৈরি করেন Telenet,যেটা হল সর্ব প্রথম packet-switched network provider,তাছাড়া তিনি Comcast এবং Verizon নামের দুইটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। বর্তমানে Telenet এর মালিক হল Sprint এবং তাদের মোবাইল ডাটা নেটওয়ার্ক এর অংশ হল Telenet Vint Cerf ইন্টারনেট এর অন্যতম লিজেন্ড হলেন Vint Cerf,যিনি ARPA এর প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করেন ১৯৭৬-১৯৮২ সাল পর্যন্ত। তিনি Bob Kahn এর সাথে যৌথভাবে ডিজাইন করেন TCP/IP protocol এর। তাছাড়া তিনি প্রতিষ্ঠা করেন Internet Society এবং ICANN Paul Mockapetris Paul Mockapetris এবং Jon Postel তৈরি করেন DNS বা the domain name architecture David Clark ১৯৮১ থেকে ১৯৮৯ সালের মধ্যে ইন্টারনেট এর ব্যাপকতা বৃদ্ধি পায়, David Clark ঐ সময়টায় Internet Activities Board এর চেয়ারম্যান হিসেবে ব্যাপক কাজ করেন ইন্টারনেট নেটওয়ার্কের প্রসারতার জন্য। Steve Wolff National Science Foundation এর ডিরেক্টর হিসেবে ১৯৮৬ সালে ডেভালপ করেন NSFNet এর,তাছাড়া তিনি NSF এবং ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের যৌথ প্রোজেক্ট শুরু করেন।

প্রোজেক্ট টি Gigabit Testbed নামে পরিচিত,যেখানে তিনি প্রমান করেন গিগাবাইট স্পীডে নেটওয়ার্কিং সম্ভব। Marc Andreesen & Eric Bina প্রথম ব্রাউজার Mosaic এর নির্মাতা ছিলেন Marc Andreesen & Eric Bina উপরে আলোচিত কিছু মানুষ ছাড়াও আরও অগণিত মানুষের অবদান রয়েছে আজকের আধুনিক ইন্টারনেট নেটওয়ার্কের উন্নয়নের কাজে,সামনে দেখা হবে এমন আরও কিছু উজ্জ্বল মানুষ নিয়ে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।