আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামকে যেভাবে দেখা প্রয়োজন......

একজন খেটে খাওয়া সাধারণ মানুষ.... আমি মনে করি বর্তমান সময়ে ইসলাম বিষয়ে যে প্রচুর উতসাহ তা কিছুদিন আগেও আমাদের দেশে অত ছিলোনা, বিষয়টিকে আমি ইতিবাচক মনে করি। ইসলাম একটি ব্যাপক বিষয়, যে যার অবস্হান বা দৃষ্টিকোণ থেকে একে বিশ্লেষন করলে, তথ্য, জিগ্গাসা, প্রশ্ন ইত্যাদি দিলে এসম্পর্কে সবার অনেক জানা হয়। তবে, ইচ্ছাকৃত ভাবে একে খোঁচানোকে যেমন রুখে দিতে হবে তেমনি এবিষয়ে গোঁড়ামিও চলতে দেয়া যাবেনা- সতসিদ্ধ যে, বর্তমান প্রেক্ষাপটে জটিল এই আর্থসামাজিক-প্রযুক্তিক আধুনিকতায় এর কার্জকর দিকে নানা মত ও স্কুল অব থট থাকতে পারে, থাকাটা খুবই স্বাভাবিক, কিন্তু এই ক্ষেত্রে গোঁড়ামি ইসলামের সুন্দর সমাধানের পথ কে রুদ্ধ করে- তাই উদার হতে হবে, তথ্য সমৃদ্ধ ও কোরআন হাদিসের রেফারেন্সকে শ্রদ্ধা করতে হবে, জানার চেষ্টা করতে হবে অহেতুক নিজের থটকে প্রাধান্য দেবার প্রবণতা ত্যাগ করে অন্যের মতের প্রতি শ্রদ্ধা করতে হবে আল্লাহর সাহায্য চাইতে হবে, "কেবল আল্লাহই মুক্তি দিতে পারেন" এই বিশ্বাস রেখে ইসলামের ব্যাপকতাকে জানতে উদগ্রীব হতে হবে- সবচাইতে গুরুত্বপূর্ন হচ্ছে- ইসলামকে দেখতে হবে মানবতার মুক্তির সনদ হিসাবে, তাই যিনি তা দেখতে ও দেখাতে চান তাকে যথেষ্ট ধর্য্যবান ও পরমত সহিষ্নু, ভালোবাসাপ্রাণ হতে হবে- এজন্য তাঁর- ইহলৌকীক লোভকে সম্বরণ করতে হবে সমাজ ও মানব উন্নয়নে তাঁকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে, তুলনামূলক ধর্মালোচনা ইসলামের স্রেষ্ঠত্বকে তুলে ধরতে পারে কিন্তু ইসলাম চর্চাকারীদের ইসলামের সঠিক অনুসরণ, সমাজ ও মানব উন্নয়নে তাঁদের ত্যাগ, মানবতার প্রতি ভালোবাসা ইসলামকে একটি মহান আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে। প্রথম কাজটি অনেকেই করছেন কিন্তু দ্বিতীয় কাজটি করার লোকের দারুন অভাব- ইসলাম প্রিয়দের দ্বিতীয় কাজটি করার জন্য অনেক বেশি এগিয়ে আসতে হবে তাহলে ইসলামকে মানুষ সত্যিকার ভাবে চিনতে সক্ষম হবে সমাজ উপকৃত হবে ভুলবুঝাবুঝির অবসান হবে অনেকেই যারা ইসলামকে ঠিক সেই অর্থে মানছেন না বা সমাজে কার্যকর মনে করছেন না তাঁরা সঠিক ভাবে একে বুঝতে পারবেন একটি কল্যানকর সমাজ গড়তে ইসলাম হতে পারে অনন্য সমাধান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.