আমাদের কথা খুঁজে নিন

   

দ্বৈত

আপাতত ঘুরপাক খাচ্ছি! ১। একটা কবিতার জন্য একটা কবিতার জন্য নদীর কাছে যাওয়া অমনি সে এক আঁজলা জল সেই জলেতে তার দুঃখ টলমল। একটা কবিতার জন্য পাহাড় চূড়ায় যাওয়া অমনি সে এক শূন্যতর রাগ সেই রাগেতে নাচে বেহুলার নাগ। একটা কবিতার জন্য বৃক্ষের কাছে যাওয়া অমনি সে এক শুষ্ক-কন্ঠ পাতা সেই পাতাতে যেন শত বিষণ্নতা গাঁথা। একটা কবিতার জন্য মাটির কাছে যাওয়া অমনি সে এক চিমটি কণা সেই কণাতে সব বীজ স্বপ্ন-বোনা।

এখানে ৩৯ নং কমেন্টের জবাবে ২। সোনালী স্বপ্নদিন হারাতে চাইনা তাকে রঙীন ভূবণে থাকবো দুজন পাশে পাখিরও কুজনে। মেলবো হাওয়ায় ডানা আকাশের কিনারায় ডাকবো বসন্ত দিন চোখেরও ঈশারায়। নদীর জলের ঘুম ভাঙ্গাবো হরষে নৌকার লাঙ্গল আর হাতেরও পরশে। এ মাটির পৃথিবী ভরাবো সবুজে সোনালী স্বপ্নদিন আসবে চোখবুজে।

এখানে ৬ নং কমেন্টের জবাবে ছবিঃ নিজস্ব এ্যালবাম।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।